UGC: এবার আর্টসের ছাত্রও পড়তে পারবে বিজ্ঞান নিয়ে, উচ্চশিক্ষায় একাধিক পরিবর্তন

UG, PG aspirants can seek admission in any discipline irrespective of subject previously studied


উচ্চশিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ খসড়া প্রস্তাব প্রকাশ করেছে UGC - আর এই খসড়া প্রস্তাব অনুসারে দেখা যাচ্ছে কার্যত উচ্চশিক্ষাক্ষেত্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতদিন যা ভাবনার বাইরে ছিলো এবার সেই সব কিছুই হতে যাচ্ছে খসড়া প্রস্তাব অনুসারে।

ইউজিসির নতুন খসড়া প্রস্তাব অনুযায়ী-


১) উচ্চশিক্ষা সংক্রান্ত আইন ২০২৪-এর কথা উল্লেখ করে ইউজিসি নয়া কোর্স সংক্রান্ত খসড়া তৈরি করেছে। যেখানে বলা হয়েছে, স্নাতক ও স্নাতকোত্তরে দুটি ভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ থাকবে । এই খসড়া প্রস্তাব অনুযায়ী, স্নাতক উত্তীর্ণরা যে কোনও বিষয়ে উচ্চ শিক্ষা নিতে পারবেন।

২) উচ্চমাধ্যমিকে আর্টস নিয়ে পড়াশোনা করে থাকলে, স্নাতক এবং স্নাতকস্তরে বিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ থাকবে। পাশাপাশি থাকবে গবেষণার ঢালাও সুযোগ।

৩) ইউজিসি-র নতুন খসড়া প্রস্তাব অনুযায়ী, যে সব বিশ্ববিদ‌্যালয়ের বছরে দুবার ভর্তি নেওয়ার ক্ষমতা আছে, তারা জুলাই-আগস্ট এবং জানুয়ারি-ফেব্রুয়ারি সেশনে ভর্তির প্রক্রিয়া চালু করতে পারবে। থাকবে একাধিক এন্ট্রি ও এক্সিট পয়েন্টও। অর্থাৎ যে কোনও সময় কোর্স ছেড়ে বেরিয়ে গিয়ে সার্টিফিকেট পেতে পারে পড়ুয়ারা। আবার পরে ফিরে আসার সুযোগ থাকবে।



৪) এছাড়াও থাকছে ‘ফ্লেক্সিবল অ‍্যাটেন্ড্যান্স পলিসি’ ও ডিগ্রির জন‍্য ‘ক্রেডিট ডিস্ট্রিবিউশন’।


৫) উচ্চমাধ‍্যমিকে যে পাঠ‌্যক্রমই থাকুক না কেন, যোগ‌্যতা নির্ণায়ক পরীক্ষায় পাশ করলেই যে কোনও বিষয় নিয়ে উচ্চশিক্ষায় ভর্তি হতে পারবে পড়ুয়া।