উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে একাধিক পদক্ষেপ সংসদের 

WB School News

উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে এবারে একাধিক উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগে যেখানে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের ভেনু সুপার ভাইজারের ঘরে খোলা হত কিন্তু এবার থেকে সেই প্রশ্নপত্র একেবারে পরীক্ষা শুরুর মুহূর্তে পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের সামনে খোলা হবে। এমনটাই জানালেন  উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। 


সেই সঙ্গে প্রত্যেকটি ভেনুতে থাকছে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রুখতে বারকোড, সিরিয়াল নাম্বার, কিউ আর কোড, এপারে অ্যাডমিট পত্রে থাকছে পরীক্ষা ভেনুর উল্লেখ সহ একাধিক অন্যতমানের সিকিউরিটি ফিচার যুক্ত করা হয়েছে। মালদায় এসে সাংবাদিকদের এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।


উল্লেখ্য আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদা টাউন হলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসনের উপদেষ্টা কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় এই প্রস্তুতি সভা থেকে।