Income Tax Return: আইটি রিটার্ন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

Income Tax Return: আইটি রিটার্ন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের




করদাতাদের একটা অংশ অনেক সময়ে নির্দিষ্ট তারিখের মধ্যে আয়কর রিটার্ন জমা করতে পারেন না। এক্ষেত্রে বিলম্বিত আয়কর রিটার্ন জমা করার সুযোগ দিয়ে থাকে সরকার। এমনকি আয়কর রিটার্নে জমা দেওয়া তথ্যে ভুল থাকলে সেগুলি সংশোধন করে ফের জমা করতে হয়। একেই সংশোধিত রিটার্ন বলে থাকে আয়কর দফতর। এই সংশোধিত রিটার্ন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের।


প্রতি বছর বেতনভোগী এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ধার্য থাকে ৩১ জুলাই। এর পর রিটার্ন জমা করলে আয়কর আইনের ১৩৯(৪) নম্বর ধারা অনুযায়ী দিতে হয় জরিমানা। কর বকেয়া থাকলে জরিমানার পরিমাণ দাঁড়াবে পাঁচ হাজার টাকা। কিন্তু কর বকেয়া না-থাকলে জরিমানার ক্ষেত্রে তারতম্য রয়েছে।


রিটার্ন জমা দেওয়া ব্যক্তির আয় করযোগ্য হলে এবং তার পরিমাণ একটি নির্দিষ্ট অঙ্কের নীচে হলে হাজার টাকা জরিমানা প্রযোজ্য হবে। আবার সংশ্লিষ্ট ব্যক্তির বার্ষিক আয় তিন লক্ষ টাকার মৌলিক ছাড়ের চেয়ে কম হলে, দেরিতে রিটার্ন দাখিল করলেও কোনও জরিমানা দিতে হবে না।


আজ ২০২৪-২৫ মূল্যায়ন বছরের বিলম্বিত এবং সংশোধিত আয়কর রিটার্ন (Income Tax Return) জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র। মঙ্গলবার, ৩১ ডিসেম্বর সময়সীমা শেষ হবে বলে আগে ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার। কিন্তু বর্ষশেষে সেটাই আরও দু’সপ্তাহ বৃদ্ধি করল আয়কর দফতর। ২০২৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত এই আয়কর রিটার্ন জমা করতে পারবেন আয়করদাতারা।