WB Teachers' Salary Increment: বছর শেষে সরকারি কর্মচারীদের বেতন নিয়ে বড় খবর
রাজ্য সরকারি কর্মচারী বা সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী বন্ধ হয়ে যাওয়া বার্ষিক ইনক্রিমেন্ট অবসর নেওয়া পর্যন্ত পাবেন। অর্থ দফতরের অনুমতি পাওয়ার পর বিজ্ঞপ্তি দিয়ে জানাল শিক্ষা দফতর। কিন্তু এ ক্ষেত্রে ছ’বারের বেশি বার্ষিক বেতনবৃদ্ধি হবে না বলে উল্লেখ করা হয়েছে।
রোপা উনিশের পে কমিশন অনুযায়ী সরকারি কর্মচারী সরকারি শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীগণ এর বেতনের একটি নির্দিষ্ট ক্রমে পৌঁছালে আলাদা আদেশ নামা জারি করে অর্থ দপ্তর বার্ষিক ইনক্রিমেন্ট অবসর নেওয়ার পর্যন্ত দেওয়া হত। কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, হাই স্কুল এবং হাই মাদ্রাসার প্রধান শিক্ষক- শিক্ষিকার সহ সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীগণের জন্য অবসর নেওয়ার পর্যন্ত ঐ বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হতো না। বেতন বৈষম্য চলছিল। বেতনক্রমের একটি নির্দিষ্ট সীমানায় এসে অবসর নেওয়ার আগেই অনেকের বেতন সঙ্গে যুক্ত বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হতো না।
এই নিয়ে রাজ্যের প্রধান শিক্ষকদের সংগঠন, "এ এস এফ এইচ এম" এর পক্ষ থেকে একাধিকবার বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে আবেদন করা হয় এবং এ বিষয়ে স্মারকলিপি জমা দিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাষ্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানিয়েছেন। তিনি বলেছেন- "আমরা ধন্যবাদ জানাই শিক্ষা দপ্তরকে, কারণ দেরিতে হলেও উদ্যোগ নিয়ে বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাবার পরও, নির্দিষ্ট ঊর্ধ্বসীমার পর ছ টি বার্ষিক ইনক্রিমেন্ট পর্যন্ত ছাড়পত্র দিয়েছে। এতে অনেক শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীগণের উপকারে আসবে। দীর্ঘদিনের দাবি পূরণে আমরা সমর্থ হয়েছি।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊