লোকালয়ে হাতি, দেখতে ভিড় মানুষের 

Elephant on Local Area


শিলিগুড়ি: 

সবে শুরু হয়েছে শীত। শীত পড়তেই রসদের খোঁজে জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে হাতির দল। এবার গজরাজের দেখা মিললো শিলিগুড়ি মহকুমার বাগডোগরার গোসাইপুরের অঞ্চলের ফয়রানি জোতে গ্রামে। বাগডোগরা জঙ্গল থেকে গ্রামে প্রবেশ করে একটি হাতি, চা বাগান এলাকা দিয়ে ঘোরাঘুরি করতে দেখে। 

স্থানীয় বাসিন্দাদেব মধ্যে এর পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।খবর দেওয়া হয় বাগডোগরা বন দপ্তরে ও বাগডোগরা পুলিশ প্রশাসনকে। বনদপ্তরের কর্মীরা এসে হাতিকে পুনরায় জঙ্গলের ফেরানোর চেষ্টা করতে থাকে। 


অন্যদিকে হাতি দেখতে মানুষের ভিড় জমে এলাকায়। কোনো দুর্ঘটনায় যাতে না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশকে সাথে বন দফতরের কর্মীদের।