পুরষ্কৃত করা হল প্রতিভা প্রকাশ পরীক্ষার কৃতিদের
উত্তরবঙ্গ শিক্ষা উন্নয়ন পরিষদ আয়োজিত প্রতিভা প্রকাশ পরীক্ষায় যে সমস্ত ছাত্র ছাত্রী ভালো ফল করেছে তাদেরকে আজ নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কৃত করা হল। আজ মোট ৩৫ টি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
প্রসঙ্গত গত ২৯ সেপ্টেম্বরে ২০২৪ ইং তারিখে প্রতিভা প্রকাশ পরীক্ষা আয়োজিত হয়েছিল এবং গত ৮ নভেম্বর ২০২৪ তারিখে সাংবাদিক সম্মেলন করে এই পরীক্ষার ফল ঘোষণা করা হয়। আজ পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হল।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তম কুমার সরকার (বড়শাকদল উপেন্দ্র ঈশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক) , সজল কর্মকার (অবসর প্রাপ্ত শিক্ষক) , জয়গোপাল ভৌমিক ( দিনহাটা নাগরিক মঞ্চ) সহ আরো অনেকেই।
আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে সম্পাদক মৃণাল কান্তি রায় জানান " আজকে আমরা মোট ১৪৩ জন কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করলাম। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। "
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊