শেষ হলো একলব্য মেধা অন্বেষণ ২০২৪ এর ৫ ম পর্বের পরীক্ষা, এবার ফল প্রকাশের পালা

ekalavya medha anweshan 2024


আজ শেষ হলো একলব্য মেধা অন্বেষণ ২০২৪ (Ekalavya Medha Anweshan 2024) এর ৫ ম পর্বের তথা শেষ দিনের পরীক্ষা। ঘোকসাডাঙ্গায় অনুষ্ঠিত হয় ৫ ম পর্বের শেষ পরীক্ষা। এর মধ্য দিয়েই একলব্য মেধা অন্বেষণ ২০২৪ (Ekalavya Medha Anweshan 2024) এর পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।


পরীক্ষা নিয়ামক ফজলে রহমান জানিয়েছেন মোট ৯ টি পরীক্ষাকেন্দ্রে ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া একলব্য মেধা অন্বেষণ (Ekalavya Medha Anweshan 2024) পরীক্ষা ২৫ ডিসেম্বরে শেষ হয়েছে। এবছর নতুন জেলা দার্জিলিং এই পরীক্ষার সাথে যুক্ত হয়েছে। আপাতত মোট ৩ টি জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৫ সালের পরীক্ষার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী বছর আরো বিস্তৃতভাবে এই পরীক্ষা চলবে।


একলব্য মেধা অন্বেষণ ২০২৪ (Ekalavya Medha Anweshan 2024) এর ফলাফল বিষয়ে পরীক্ষা নিয়ামক জানিয়েছেন জানুয়ারি ২০২৫ এর মাঝামাঝি ফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। ফল প্রকাশের নির্ধারিত তারিখ সবাইকে জানিয়ে দেওয়া হবে।


প্রসঙ্গত ২০১৯ সালে প্রথমবারের মতন অনুষ্ঠিত হয় একলব্য মেধা অন্বেষণ (Ekalavya Medha Anweshan)। মূলত বাংলা মিডিয়ামের প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য একলব্য রেফারিড জার্নালের গবেষক গোষ্ঠীর তত্বাবধানে একলব্য প্রকাশনীর উদ্যোগে এই মেধা অন্বেষণ পরীক্ষা হয়ে থাকে। করোনাকালে ৩ বছর পরীক্ষা বন্ধ থাকলেও ২০২৩ সালে থেকে পুনরায় শুরু হয় একলব্য মেধা অন্বেষণ ।