Latest News

6/recent/ticker-posts

Ad Code

অনুষ্ঠিত হল ওকড়াবাড়ী সহজপাঠ বিদ্যানিকেতনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

অনুষ্ঠিত হল ওকড়াবাড়ী সহজপাঠ বিদ্যানিকেতনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

Sahajpath Vidya Niketan




অনুষ্ঠিত হল ওকড়াবাড়ী সহজপাঠ বিদ্যানিকেতনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার সকাল ১০ টা থেকেই ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের মাঠে সুন্দর ও সুসজ্জায় সুসজ্জিত একটি স্টেজে একে একে ফুটে উঠলো কচিকাঁচাদের দুর্দান্ত পারফরম্যান্স আর যা দেখে উৎফুল্ল ওকড়াবাড়ীর মানুষ।



এদিন সকালে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সহজপাঠ বিদ্যানিকেতনের প্রদান শিক্ষক সুমন রায়, বাসন্তীরহাট শিশু মন্দিরের প্রধান শিক্ষক বিশ্বজিৎ রক্ষিত, বিশিষ্ট ক্রীড়া প্রেমী তথা জাতীয় তরুণ সংঘের দুই বিশিষ্ট জন তোফাজ্জল হোসেন ও মোফাজ্জল হোসেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গৃহশিক্ষক ভবতোষ বর্মন, সংবাদ একলব্যর মুখ্য সম্পাদক আরিফ হোসেন, গোবিন্দ বনিক, আবু আরসাদ আয়ুব সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা। 



এদিনের অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন মনদীপ বর্মন এবং সঙ্গীত পরিবেশন করেন স্নেহা। এরপরেই বিদ্যালয়ের নবাগতদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিদায়ী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা এই মঞ্চে। আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানে জমে ওঠে পুরো অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপভোগ করার জন্য অধীর আগ্রহে দর্শকাসন ভরিয়ে তুলেছে মানুষজন। কচিকাঁচাদের পাশাপাশি প্রাক্তনীদের জন্য অংশগ্রহনের সুযোগ ছিল। আবৃত্তি পরিবেশন, সমবেত আবৃত্তি, একক নৃত্য, সমবেত নৃত্য সহ একাধিক বিভাগে নিজেদের পারফর্মেন্স তুলে ধরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ভাওয়াইয়া সঙ্গীত। আর এই ভাওয়াইয়া সঙ্গীত প্রদর্শন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। যা নজর কেড়েছে দর্শক মণ্ডলীর। এই মঞ্চেই প্রদর্শিত হয় যোগ আসন। সমবেত যোগ আসনের এক সুন্দর প্রদর্শন।
facebook

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code