Partha Chatterjee: ফের ধাক্কা, নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় পার্থর জামিন খারিজ হাইকোর্টে
আবারও খারিজ হল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আবেদন। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সিবিআই-এর করা পার্থর মামলায় জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। পার্থর পাশাপাশি আরও চার ধৃতের জামিনের আবেদন বাতিল হয়েছে এদিন।
নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের করা মামলায় জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দারস্ত হয়েছিলেন পার্থ (Partha Chatterjee) সহ চারজন - কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোক কুমার সাহা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ধৃতদের জামিন খারিজের পাশাপাশি বিচারপতির পর্যবেক্ষণ, সততার সঙ্গে যারা পরীক্ষা দিয়েছে তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অযোগ্য হয়ে স্কুলে গেলে সমগ্র শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অবনতি হয়।
মঙ্গলবার কলকাতা হাই কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আবেদন খারিজ করায় আরও বিপাকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ৫ জনের জামিন মামলার শুনানি ছিল। সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়, এসপি সিনহা, অশোককুমার সাহাও জামিনের আবেদন করেছিলেন। কিন্তু ইডির আইনজীবীরা জোর সওয়াল করেন যে পার্থ-সহ অন্যান্যরা বেশ প্রভাবশালী। তাঁদের জামিন দিলে এই মামলার অনেক কিছু নষ্ট হতে পারে। এছাড়া তাঁরা জামিন পেলে প্রকৃত যোগ্য প্রার্থীদের সঙ্গে অন্যায় হবে।
সওয়াল-জবাবের পর বিচারপতি তপোব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ, অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ। অযোগ্যরা শিক্ষক হয়ে স্কুলে গেলে সমগ্র শিক্ষাব্যবস্থার অবনতি হয়। তা কীভাবে দূর একইসঙ্গে তাঁর মন্তব্য,'সততার সঙ্গে পরীক্ষা দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊