ছয় দফা দাবিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অভিযানের ডাক দিল DYFI

DYFI called Siliguri Police Commissionerate raid



শিলিগুড়ি : ফের পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অভিযানের ডাক দিল শিলিগুড়ি ডিউআইএফআই (DYFI)।

শুক্রবার শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠক করে অভিযানের কথা জানালেন জেলা ডিআইএফআই যুগ্ম সম্পাদক সাগর শর্মা। তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর শিলিগুড়ি ইয়ারভিউ মোরে জমায়েত করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। এছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সম্পাদক মন্ডলীর সদস্য বুলেট সিং।

মূলত রাজ্যজুড়ে পুলিশি বর্বরতা এবং শহর শিলিগুড়িতে প্রতিনিয়ত অপরাধমূলক কার্যক্রম বেড়ে চলা ও তা রুখতে পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে মূলত এই অভিযান। মোট ছয় দফা দাবিতে এই অভিযান করা হবে বলে জানানো হয়।