Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking: অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

Breaking: অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

allu arjun




হায়দ্রাবাদে আল্লু অর্জুনের (Allu Arjun) ছবি 'পুষ্পা 2'-এর প্রিমিয়ারের সময় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় পদদলিত হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় আজ গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে (Allu Arjun)।

আল্লু অর্জুনের (Allu Arjun) ছবি 'পুষ্পা 2'-এর ক্রেজ সারা দেশের ভক্তদের হৃদয় ও মন কেড়েছে। গত ৪ ডিসেম্বর মধ্যরাতে হায়দ্রাবাদে এই ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্না নিজেই হায়দ্রাবাদের আরটিসি ক্রস রোডের সন্ধ্যা থিয়েটারে উপস্থিত ছিলেন।

আর এই দুই প্রিয় ফিল্ম স্টারকে কাছে থেকে দেখতেই প্রচুর মানুষের ভিড় জমেছিল। নিয়ন্ত্রণহীন ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হয়েছে। এ জন্য প্রশাসন মৃদু লাঠিচার্জও করে। এ সময় পদদলিত হয়ে একজন মহিলা মারা যান এবং আরো দুইজন আহত হন।

দিলসুখনগরের বাসিন্দা রেবতী তার স্বামী ভাস্কর এবং তাদের দুই সন্তান তেজ (9) এবং সানভিকা (7) এর সাথে 'পুষ্পা 2'-এর প্রিমিয়ার শো দেখতে এসেছিলেন। গেট দিয়ে ভিড় ঠেলে রেবতী এবং তার ছেলে তেজ সামনে যেতেই গোলমালের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন।

ঘটনার তথ্য দিয়ে পুলিশ জানিয়েছে,৩৯ বছর বয়সী মহিলা রেবতী সন্ধ্যা থিয়েটারে অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং তাকে চিকিত্সার জন্য দুর্গাবাই দেশমুখ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে সেখানে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় আজ আল্লু আর্জুনকে গ্রেপ্তার করা হয়। তবে জেল হেফাজতের ঘণ্টা খানেকের মধ্যেই জামিন পেয়ে যান দক্ষিণী তারকা আল্লু অর্জুন (Allu Arjun)। অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন সুপারস্টার। 

জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা দায়ের হয় আল্লু অর্জুন ও বাকি অভিযুক্তদের বিরুদ্ধে। তার জেরেই নিম্ন আদালতে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তেলেঙ্গানা হাই কোর্টের বিচারপতি জানান, তারকাদেরও বাঁচার অধিকার রয়েছে এবং নাগরিক হিসেবে তাঁদেরও ব্যক্তিস্বাধীনতা রয়েছে।

এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওঁর তো কোনও হাত নেই।” মহিলার মৃত্যুর খবর কানে যেতেই ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছিলেন আল্লু। মৃতার পরিবারকে নাকি তিনি ২৫ লক্ষ টাকাও দেওয়ার আশ্বাস দেন। তাঁর আহত ছেলের চিকিৎসার দায়িত্বও বহন করেন সুপারস্টার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code