কৃষি দপ্তরের উদ্যোগে বিতরণ করা হলো কীটনাশক ও পুষ্টি বর্ধক

Farakka Agriculture
ফরাক্কা কৃষি দপ্তরের উদ্যোগে আজ বিতরণ করা হলো বিশেষ করে বাগান চাষীদের জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ( শত্রু কীট দমনের জন্য ) পুষ্টি বর্ধক ( ভাইটামিন ) গাছের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যাকে ইমিউনিটি পাওয়ার বলা হয় ; এছাড়াও যারা সরিষা বপন করেন তাদের জন্য সরিষার ক্ষতিকারক পোকামাকড় দমনের জন্য ও ফলন বৃদ্ধির জন্য নানান ধরনের দ্রব্য এলাকার কৃষক বন্ধুদের সহযোগিতার জন্য দেওয়া হল । 


প্রসঙ্গত উল্লেখ্য গত বছর ও এই ধরনের কৃষি সহায়ক কৃষক বন্ধু দ্রব্য এলাকার চাষী বন্ধুদের দান করে ফরাক্কা পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তর । কৃষি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন আজকের এই কৃষি ও কৃষক সহায়ক বন্ধু জাতীয় দ্রব্য বিতরণে । মূলত এই এলাকায় বরাবর দেখা যায় পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষকে এলাকার মানুষ জনের সাথে , গরীব দুঃখী ও দুস্থদের পাশে দাঁড়াতে এবং পাশে থাকতে । আজকের এই কৃষি সহায়ক দ্রব্য বিতরণের জন্য সর্বসমক্ষে এই দ্রব্য গুলি বিতরণের জন্য যিনি দিনরাত পরিশ্রম করেছেন যিনি তিনি হচ্ছেন খাদ্য কর্মাধ্যক্ষের ( মালতি মন্ডল ঘোষ এর প্রতিনিধি বাবলু ঘোষ । সহায়ক দ্রব্য বিতরণের অনুষ্ঠান যেখানে প্রায় ৪০০ জনকে এই কৃষি সহায়ক দ্রব্য প্রদান করা হয়েছে । 


আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরাক্কা ব্লকের তৃণমূলের সভাপতি ইলিয়াস শেখ, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আঞ্জুমারা খাতুন, স্বপ্না খাতুন সহ কৃষি দপ্তরের আধিকারিকগণ।এই বিষয়ে খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো ।