৪ দফা দাবিতে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে ডেপুটেশন কংগ্রেসের
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে আজ বীরভূম জেলার ময়ূরেশ্বর -১ নং ব্লক কংগ্রেসের নেতৃত্বে মল্লারপুরে BL&LRO অফিসে বেলা ১২.৩০ মিনিটে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক কে চার দফা দাবীর ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হলো।
দাবি গুলি হল:
১) বেআইনি জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন করা চলবে না।
২) সরকারি খাস জমি বেচাকেনা বন্ধ করতে হবে ও দালাল রাজ বন্ধ করতে হবে।
৩) আদিবাসীদের জমির অধিকারে হস্তক্ষেপ করা চলবে না।
৪) জলা জমি ও অবৈধ ভাবে পুকুর ভরাট বন্ধ করতে হবে।
উপরোক্ত দাবিগুলোর সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে জাতীয় কংগ্রেস আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে তার বক্তব্যে হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা মহাশয়।
ডেপুটেশনে উপস্থিত ছিলেন সৈয়দ কাসাফদ্দোজা কার্যকারী সভাপতি, বীরভূম জেলা কংগ্রেস কমিটি ,ময়ূরেশ্বর -১ নং ব্লক কংগ্রেস কমিটির সভাপতি পার্বতী কুমার চৌধুরী, জেলা কংগ্রেস কমিটির সদস্য সমীর দত্ত, মল্লারপুর ২ নং অঞ্চল কংগ্রেস সভাপতি মাধব দাস, জেলা যুব কংগ্রেস সাধারণ সম্পাদক বজরুল হক, ময়ূরেশ্বর বিধানসভা যুব কংগ্রেস সভাপতি সাইফার সেখ, ময়ূরেশ্বর বিধানসভা যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মান্নান মিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊