পুনরায় খুলছে দিনহাটা মহিলা শরীর শিক্ষা সরকারি মহাবিদ্যালয়

Dinhata Women's Physical Education Government College is re-opening


দিনহাটা:

প্রায় পাঁচ বছর ধরে বন্ধ থাকা দিনহাটা মহিলা শরীর শিক্ষা সরকারি মহাবিদ্যালয়টি নতুন বছরের জুলাই মাস থেকে চালু হচ্ছে। বুধবার দুপুর দুটো নাগাদ এক সাক্ষাৎকারে কলেজের অধ্যক্ষ বাদশা ঘোষ এ খবর জানান। 

তিনি জানান, প্রয়োজনীয় শিক্ষক না থাকায় এই শরীর শিক্ষা কলেজের অনুমোদন বাতিল হয়ে যায়। ফলে ২০২০ সাল থেকে মহাবিদ্যালয়টিতে ভর্তি প্রক্রিয়া বন্ধ রয়েছে। কলেজে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষা দপ্তরের অনুমোদন মিলেছে। কয়েকদিনের মধ্যেই অর্থ দপ্তরের অনুমোদন মিলবে। এরপর NCERT অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং এর অনুমোদন পেলেই জুলাই মাস থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

প্রসঙ্গত ১৯৮৫ সালে রাজ্যের তৎকালীন মন্ত্রী কমল গুহের প্রচেষ্টায় দিনহাটায় এই মহিলা শরীরশিক্ষা সরকারি মহাবিদ্যালয়টি চালু হয়। প্রথমে দিনহাটা গার্লস হাই স্কুলে এটি চালু হয়েছিল। এরপর দিনহাটা শহর সংলগ্ন পুটিমারি এলাকায় প্রায় কুড়ি একর জমি সরকারি ভাবে অধিগ্রহণ করা হয়। এখানে কলেজের ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার। ভবন নির্মাণ করার পর ২০০৭ সাল নাগাদ এই নতুন ভবনে ক্লাস শুরু হয়। কোচবিহার জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এখানে প্রশিক্ষণ নিতেন। কিন্তু একে একে কলেজটিতে শিক্ষক সংখ্যা কমে আসে। শিক্ষক পদ শূন্য থাকার ফলে এই কলেজটির অনুমোদন বাতিল হয়ে যায় এবং কলেজটিতে প্রশিক্ষণ বন্ধ থাকে।

মহাবিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, পাঁচজন শিক্ষকের পদ শূন্য হয়ে পড়ায় কলেজটির অনুমোদন বাতিল হয়ে যায়। ফলে ২০২০ সাল থেকে এই মহাবিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে কলেজে কর্মী সংখ্যা অধ্যক্ষ ছাড়াও ছয় জন শিক্ষক, দুইজন অশিক্ষক কর্মচারী এবং একজন নাইটগার্ড রয়েছেন।

অধ্যক্ষ বাদশা ঘোষ জানান, গত এপ্রিল মাসে আমি এই কলেজে অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দেই। এসে এটাই বুঝতে পারি শিক্ষকের অভাবেই এই কলেজের অনুমোদন বাতিল হয়েছে। এরপর কলেজে পাঁচজন শিক্ষকের জন্য শিক্ষা দপ্তরের অনুমোদনের জন্য নথিপত্র পাঠানো হয়। ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের অনুমোদন মিলেছে। সেই ফাইল ইতিমধ্যেই নবান্নে অর্থ দপ্তরে গিয়েছে। দিন কয়েকের মধ্যেই অর্থ দপ্তরের অনুমোদন মিলবে। অর্থ দপ্তরের অনুমোদন পেলে পাঁচ জন শিক্ষক নিয়োগ করা হবে। এরপর NCERT এর অনুমোদন পেলে আশা করা যায় জুলাই মাস থেকেই এই কলেজে শিক্ষার্থী ভর্তি নেওয়া শুরু হবে।