লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের নতুন পঞ্চায়েত কার্যালয়ের উদ্বোধন
লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের নতুন পঞ্চায়েত কার্যালয়ের উদ্বোধন হলো । দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বাগডোগরা বিহারমোড়ে ছিল লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়। বর্তমানে ওই কার্যালয় ভগ্ন প্রায় হয়ে দাঁড়িয়েছিল। অপরদিকে পঞ্চায়েতে আসা সাধারণ মানুষকে নানান সমস্যার সম্মুখীন হতে হতো।
একদিকে যেমন ভবনটি তৃতীয় তলায় থাকায় বয়স্ক মানুষদের উপরে উঠতে সমস্যা হতো অপরদিকে পার্কিংয়ের একটি সমস্যা তো ছিলই। রাজ্য সরকারের পঞ্চম ফিনান্সের আর্থিক অনুকূল্যে ও গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল মিলে মোট 30 লক্ষ টাকা ব্যয়ে এই নতুন ভবন তৈরি হয়েছে।
বুধবারে ভবনের উদ্বোধন করার কথা ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। তবে বিশেষ কোনো কারণে তিনি আসতে পারেননি বলে জানা গিয়েছে। এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ, জেলা শাসক প্রীতি গোয়েল ও তৃণমূল জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের উপস্থিতিতে এই উদ্বোধন করা হয়।
ভবন তৈরি খুবই জরুরী ছিল। এতে সাধারণ মানুষ আরো ভালো পরিষেবা পাবে বলে জানান মেয়র গৌতম দেব। এছাড়াও কার্যালয়ের সামনের রাস্তাটি তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক প্রীতি গোয়েল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊