Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবাস যোজনার তালিকায় নেই নাম, প্রতিবাদে পথ অবরোধ কোচবিহার জেলার সুটকাবাড়িতে

আবাস যোজনার তালিকায় নেই নাম, প্রতিবাদে পথ অবরোধ কোচবিহার জেলার সুটকাবাড়িতে

Awash Yojona Scheme


আবাস যোজনার তালিকায় নেই নাম, প্রতিবাদে পথ অবরোধ কোচবিহার জেলার সুটকাবাড়িতে। ২০২২ সালের ১৭ই এপ্রিল বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছিল কোচবিহার 1 নং ব্লকের মোয়ামারি সুখটা বাড়ি ও ঘুঘুমারি এলাকার বিস্তীর্ণ এলাকা। সেই ঝড়ে প্রাণ হারিয়েছেন দুজন। এতদিন পরেও সাহায্যের হাত আজও ছিল অধরা এমনটাই অভিযোগ। 


এদিকে সম্প্রতি আবাস যোজনার ঘরের সার্ভে চলছে। নতুন আবাস যোজনায় দেখা যাচ্ছে, যে এলাকায় বিধংসী ঝড়ে মানুষের ঘরবাড়ি ধুলিস্যাৎ হয়েছিল সেই এলাকার বেশিরভাগের লোকের আবাস তালিকায় নাম নেই। ফলে ক্ষোভ ফেটে পড়ে এলাকায়। সেই ক্ষোভ এবার রুপ নিল প্রতিবাদের এমনটাই খবর‌। শুক্রবার এর প্রতিবাদে সুকটা বাড়িতে পথ অবরোধ। 


হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করে প্রতিবাদে সামিল হয়েছে বহু মানুষ। ঘটনা নয় বিবরণে আরো জানা যায় ওই এলাকার প্রায় ৮২ শতাংশ মুসলিম জনগোষ্ঠী। অথচ মুসলিমদের নাম নেই এমনটাই অভিযোগ। প্ল্যাকার্ডেও ফুটে উঠেছে সেই অভিযোগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code