বামনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাণ্ডে শোরগোল, কোন চক্রান্তের ইঙ্গিত দিলেন !
দিনহাটা
হারিয়ে যাওয়া টাকা কুড়িয়ে পেয়ে আত্মসাৎ করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ব্যবসায়ীকে কোর্টে পাঠালো দিনহাটা থানার পুলিশ। রবিবার দুপুর ১২টা নাগাদ দিনহাটা থানার পুলিশ, গ্রেফতার বামনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় ও শৈলেশ সাহা নামের এক ব্যবসায়ীকে দিনহাটা মহকুমা আদালতে পাঠায়।
জানা গিয়েছে বেশ কয়েকদিন আগে দিনহাটা মদনমোহন বাড়ি সংলগ্ন এলাকায় ৯ লক্ষ টাকা সহ একটি ব্যাগ এক ব্যবসায়ী ভুলবশত এক দোকানের সামনে ফেলে রাখে। পরবর্তীতে সেই ব্যাগটি কুড়িয়ে পায় বামনহাট উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায়। কিন্তু টাকার ব্যাগটি কুড়িয়ে পেয়ে ফেরত দেওয়ার পরিবর্তে তিনি বাড়িতে নিয়ে যায় সেই টাকা ভর্তি ব্যাগ এমনটাই অভিযোগ।
পরবর্তীতে যার টাকা হারিয়ে গিয়েছে তিনি দিনহাটা থানার দারস্থ হলে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে কারা ব্যাগটি নিয়েছে সেটা শনাক্ত করে টাকার প্রকৃত মালিকের হাতে টাকা হস্তান্তর করে। এ বিষয়ে দিনহাটা থানা সূত্রে জানা গিয়েছে তদন্তে নেমে পুলিশ দেখতে পায় মদনমোহন বাড়ি সংলগ্ন একজন ব্যাবসায়ী শৈলেশ সাহা সহ বামনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় সেই ব্যাগটি নিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে তারা থানায় কেন ব্যাগটি জমা দিলেন না সেটা জানার জন্য পুলিশ তাদের দুজনকেই গতকাল শনিবার থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়, কিন্তু তাদের কথায় অসংগতি ধরা পড়ায় দুজনকেই গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, গ্রেফতার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় ও ব্যাবসায়ী শৈলেশ সাহা, উক্ত দুইজনের বিরুদ্ধেই নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে আজ রবিবার দিনহাটা মহকুমা আদালতে পাঠায় দিনহাটা থানার পুলিশ।
যদিও এই বিষয়ে গ্রেফতার অশোক রায় বলেন তাকে ফাঁসানো হয়েছে। তাঁর কথায়, গত পরশু দিন এই বিষয়টা মিটে গিয়েছিল। টাকা পেয়ে যার টাকা ফেরত দেওয়া হয়েছে তাঁকে। পরে কেস করে ফাঁসানো হয়েছে। নিজেদের মধ্যে কেউ ফাঁসিয়েছে বলেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান তিনি। তবে কে বা কারা ফাঁসালো সে বিষয়ে স্পষ্ট কারোর কথা তিনি উল্লেখ করেননি। শুধু নিজেদের কেউ ফাঁসিয়েছে বলেই অভিযোগ করেন তিনি।
যদিও এদিন আদালতে তোলা হলে পরবর্তীতে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊