Book Fair: শুরু হল ১৪ তম শিলিগুড়ি মহকুমা বইমেলা

The 14th Siliguri Divisional Book Fair has started



শিলিগুড়ি : নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করতে বাঘাযতীন পার্কে ১৪তম শিলিগুড়ি মহকুমা বইমেলা শুরু হল । প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বইমেলার উদ্বোধন করা হয়।


এদিন বইমেলায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা। এদিন মেলা শুরু হতেই বই কিনতে ভিড় করছেন শহরের মানুষ।


শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, আজ মেলার প্রথম দিন। মেলাতে প্রচুর মানুষ আসবে বলে আমরা আশা করছি। নতুন প্রজন্মকে বইয়ের প্রতি যাতে আকৃষ্ট করা যায় সেকারণে বইমেলার আয়োজন।