ওকড়াবাড়ীতে অনুষ্ঠিত হল একলব্য মেধা অন্বেষণ

একলব্য মেধা অন্বেষণ


ওকড়াবাড়ীতে অনুষ্ঠিত হল একলব্য মেধা অন্বেষণ। ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ে সোমবার বেলা ১২টা থেকে ২ টা পর্যন্ত কচি কাঁচাদের মেধা পরীক্ষা আয়োজন করেছিল একলব্য প্রকাশনী। আর সেই পরীক্ষা ঘিরে এদিন দেখা গেল বেশ উৎসাহ। 


সকাল ১১টা থেকেই অভিভাবক অভিভাবকদের শিশুদের নিয়ে ভিড় জমতে শুরু হয় সেন্টার প্রাঙ্গনে। এরপর নির্ধারিত রিপোর্টিং সময়ে সেন্টারের দায়িত্বে থাকা রাজ আলম, টিকেন বর্মন ও আশরাফুল মিঞা বাচ্চাদের সারিবদ্ধভাবে পরীক্ষা কক্ষে প্রবেশ করিয়ে নিজ নিজ আসনে বসিয়ে বেলা ১২টা নাগাদ শুরু করে পরীক্ষা। সুন্দর ও সুষ্ঠু ভাবে চলে পরীক্ষা। সংস্থার নিয়ম অনুসারে দুই এক্সটার্নাল অফিসার অমিত সিনহা ও গোবিন্দ দে এবং সেন্টার ইন চার্জ রাজ আলম ও ইনভিজিলেটরদের নিয়ে রীতিমতো অভিভাবক অভিভাবকদের সম্মতি নিয়ে প্রশ্ন প্যাকেট খোলা হয়। আর বিষয়টা যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে অভিভাবক মহলে। 


এছাড়াও এদিনের পরীক্ষায় অতিরিক্ত অবজারভার হিসেবে পরীক্ষার পুরো সময় উপস্থিত ছিলেন এবং পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন আরিফ হোসেন। পুরো পরীক্ষা আয়োজন ও পদ্ধতি এবং সেন্টার নিয়ে প্রশংসা করেছেন অভিভাবক অভিভাবকারা। ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশেষভাবে সহকারী প্রধান শিক্ষক নবীয়ুল ইসলাম ও সেন্টারের সকলকে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করার জন্য সংস্থার তরফে ধন্যবাদ জানানো হয়েছে।