Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরিবার নিয়ে মস্কোয় সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ!

পরিবার নিয়ে মস্কোয় সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ! 

Bashar al-Assad has arrived in Russia


সিরিয়ার রাষ্ট্রপতি ইতিমধ্যে দেশ ছেড়েছেন সে খবর আগেই মিলেছিল তবে কোথায় গিয়েছেন? তা এবার জানা গেল। দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় গিয়েছেন সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদ। মানবিক কারণে আসাদকে আশ্রয় দেওয়া হয়েছে, জানিয়েছে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনাল।

বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, বিমানে চেপে অজ্ঞাত স্থানে পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট আসাদ। দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দর খালি করে দিয়েছে সিরীয় সেনা এবং নিরাপত্তা বাহিনী। আসাদ সরকারের মন্ত্রীরাও সমস্ত পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ইসলামি সংগঠন গায়ত তাহরির আল-শাম দামাস্কাসের দিকে এগোচ্ছে।

এবার জল্পনার অবসান। রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়ে দিল, ‘বন্ধু’র কাছে আশ্রয় পেয়েছেন আসাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মানবিক কারণে তাঁকে নিজের দেশে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সপরিবার মস্কোয় পৌঁছেও গিয়েছেন আসাদ।

রাশিয়ার একটি সরকারি সূত্র সংবাদমাধ্যমকে বলেছে, ‘‘সিরিয়া সঙ্কটের একটি সুষ্ঠু রাজনৈতিক সমাধানের কথা দীর্ঘ দিন ধরেই বলে আসছে রাশিয়া। আমরা চাই, রাষ্ট্রপুঞ্জের তৎপরতায় এ বিষয়ে আবার কথাবার্তা শুরু হোক।’’

২০০০ সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্টের কুর্সিতে ছিলেন আসাদ। দীর্ঘ দিন ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। সম্প্রতি তাঁকে ক্ষমতাচ্যুত করতে একজোট হন বিদ্রোহীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code