Latest News

6/recent/ticker-posts

Ad Code

অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টটিভ ইউনিয়নের পক্ষ থেকে কোচবিহারে মিছিল

অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টটিভ ইউনিয়নের পক্ষ থেকে কোচবিহারে মিছিল

All West Bengal Sales Representative Union



কোচবিহার:

কোচবিহার শহরে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টটিভ ইউনিয়নের পক্ষ থেকে একটি মিছিল আয়োজিত হল। সোমবার দুপুরে কোচবিহার শহর পরিক্রমা করে এই মিছিল।

জানা গেছে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের ৫০ তম বর্ষ উদযাপন উপলক্ষে আজ থেকে ১০'ই জানুয়ারি পর্যন্ত চলবে জ্যাঠা কর্মসূচি। আর এই জ্যাঠা কর্মসূচির জন্যেই আজকের এই মিছিল।

এদিনের এই মিছিল থেকে মূলত ছয়টি দাবির কথা তুলে ধরা হয় সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে।

প্রথম দাবি বিমার চাতুরী না করে সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা চাই।

দ্বিতীয় দাবি, অর্জিত অধিকার হরণ করে শ্রম কোড চালু করা চলবে না।

তৃতীয় দাবি, সর্বক্ষেত্রে অবিলম্বে ত্রিপাক্ষিক সভা চাই।

চতুর্থ দাবি, ঔষধ এবং আনুষঙ্গিক ডিভাইস থেকে জিএসটি তুলে নিতে হবে।

পঞ্চম দাবি, পেশাগত সর্বত্র ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে।

ষষ্ঠ দাবি, অত্যাবশ্যকিয় খাদ্যের দামে কঠোর নিয়ন্ত্রণ চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code