Soil Health Check Training Workshop: মাটির স্বাস্থ্য পরীক্ষা ও মৃত্তিকা হেলথ কার্ড বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Soil Health Check Training Workshop


বেঁচে থাকতে প্রয়োজন খাদ্যের। আর এই খাদ্য উৎপাদনের জন্য মাটির ভূমিকা অনস্বীকার্য। কিন্তু আমরা সব জেনে বুঝেও মাটির স্বাস্থ্য নিয়ে কখনোই ভাবিনা। প্রয়োজন এর অতিরিক্ত রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার, কলকাকারখানার বর্জ্যগুলোর সঠিক ব্যবস্থাপনার অভাব প্রভৃতি বিভিন্ন কারণে মাটির স্বাস্থ্য নস্ট হয়ে যাচ্ছে, যা আগামীদিনে দুশ্চিন্তার বিষয় হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।

এই পরিপ্রেক্ষিতে শ্রদ্ধা ফারমার্স প্রোডিউসার কোম্পানির ব্যবস্থাপনায় ও কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে দিনহাটা দুই নং ব্লকের চৌধুরিহাটে বিভিন্ন এলাকার কৃষক ও মহিলাদেরকে নিয়ে মাটির স্বাস্থ্য পরীক্ষা ও মৃত্তিকা হেলথ কার্ড বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো।  

পঞ্চাশ জন কৃষক ও মহিলা সহ উপস্থিত ছিলেন কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী সন্দীপ হেমব্রম, কৃষ্ণকান্ত বর্মন। কর্মশালায় মাটির স্বাস্থ্য রক্ষায় আমাদের কি কি করণীয় সেই বিষয়ে বিশদে আলোচনার পাশাপাশি স্থানীয় জমিতে গিয়ে নিজেদের হাত দিয়ে বৈজ্ঞানিক পদ্ধটিতে মাটির স্যাম্পল সংগ্রহের কাজটিও করা হয় বলে জানা গেছে। 

কৃষকের কাছে মাটির স্বাস্থ্য কার্ড কার্ডটি থাকলে আগামীদিনে নিজেদের জমিতে কতটা পরিমান কি কি সারের প্রয়োজন তা জানতে পারবে। এর ফলে একদিকে কৃষকের খরচ কমবে, পাশাপাশি জমির মাটির স্বাস্থ্যও ভালো থাকবে।