প্রকাশিত হল YPTRC পরীক্ষার ফল, দেখুন মেধা তালিকা, জানুন নিজের ফল - YPTRC RESULT 2024
প্রকাশিত হল YPTRC পরীক্ষার ফল। পরীক্ষার দুই সহকারী পরীক্ষা নিয়ামক টিকেন বর্মন ও রাজ আলম এদিন ফল প্রকাশ করলেন।শুরুতেই রাজ আলম জানান, শীতের আরম্ভে শীতল অভিনন্দন। সকলকে বড়দিন ও নতুন ইংরাজী বছরের অগ্রিম শুভেচ্ছা। আজ ২৫ই নভেম্বর ২০২৪, সোমবার CIRCLE আয়োজিত YOUR PRESENT TALENT RESEARCH BY CIRCLE, মেধা পরীক্ষার ফল প্রকাশের জন্য আজকের কনফারেন্স। এই পরীক্ষার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাই এই পরীক্ষা শুভরাম্ভের উদ্যোক্তা CIRCLE সংস্থার CHIEF EXECUTIVE OFFICER ও MANAGING DIRECTOR এবং প্রতিষ্ঠাতা আরিফ হোসেন মহাশয়কে। গত ২০ই অক্টোবর ২০২৪ তারিখে কোচবিহার জেলা জুড়ে অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষা। মোট ১০টি সেন্টারে ১০ জন ইনচার্জ, ১২২ জন ইনভিজিলেটর, ৫৩ জন রিপ্রেজেন্টেটিভ, ২০ জন এক্সটারনাল অফিসার, ৩ জন অফিস স্টাফ, ৫ জন ফ্লাইং অফিসার, ৩ জন অবজারভার এর নিপুন দক্ষতা ও সহযোগিতা আমাদের পরীক্ষাকে সফল ভাবে অনুষ্ঠিত করতে সাহায্য করেছে। আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গ্রুপ ডি স্টাফ ও ম্যানেজিং কিমিটিকে। সকলের সহযোগিতায় একেকটা সুন্দর সেন্টার আমরা তৈরি করতে পেরেছি।
আজকে পঞ্চম থেকে দশম এবং দ্বাদশ প্রতিটি শ্রেণির ফল প্রকাশ হবে। প্রথমেই আমরা জানাতে চাই যে সেন্টার গুলি হল, ওকড়াবাড়ী আলা বকস উচ্চ বিদ্যালয়, দিনহাটা জ্ঞানদাদেবী উচ্চ বিদ্যালয়, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়, বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়, ঝড়াবাড়ি উচ্চ বিদ্যালয়, ব্রহ্মনির চৌকি উচ্চ বিদ্যালয়, চামটা আদর্শ উচ্চ বিদ্যালয়, সিতাই বেসিক স্কুল ও বড়মরিচা দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়, গোসাইরহাট উচ্চ বিদ্যালয়।
এখন সার্কেলের তরফে কিছু বিশেষ পুরষ্কার ঘোষণা করা হবে তারপর প্রতিটি ক্লাসের মেধা তালিকা প্রকাশ করা হবে।
সেরা সেন্টার, সেরা রিপ্রেজেন্টেটিভ, সেরা ছাত্র এই সকল ক্ষেত্রে ঘোষণা করা হবে।
সেরা সেন্টার- গোসাইরহাট উচ্চ বিদ্যালয়
সেরা ছাত্রী- জুনায়েদ হাসান বিহান, পঞ্চম শ্রেণি
সেরা রিপ্রেজেন্টেটিভ- সেরা রিপ্রেজেন্টেটিভ নির্ধারণ করা এবছর ছিল সব থেকে কঠিন। তিন তিন জন এই ক্ষেত্রে লড়াই করেছে। শেষমেশ তিনজনকেই সেরা হিসেবে বিবেচনা করা হয়েছে।
সোয়েল মজুমদার – চামটা,
তপন বর্মণ – সাহেবগঞ্জ,
মনোজ কুমার বর্মণ - গোসাইরহাট
এবছর YPTRC পরীক্ষায় মোট ১৭৪৩ জন পরীক্ষার্থী আবেদন করেছে তাদের মধ্য থেকে পরীক্ষায় উপস্থিত ছিল ১৬৩৪ জন অনুপস্থিত ছিলেন ১০৯ জন এবং ৩ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে।
এরপর মেধা তালিকা প্রকাশ করেন টিকেন বর্মণ। শেষে তিনি জানান, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেনির মেধা তালিকায় প্রথম পাঁচে মোট জায়গা পেয়েছেন ৪৫ জন। সকলকে সংস্থার তরফে অভিনন্দন। আরও এগিয়ে যাও, ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আর যারা মেধা তালিকার প্রথম পাঁচে জায়গা পাওনি তাঁদেরকেও অভিনন্দন। চেষ্টাই সাফল্যের চাবিকাঠি। আজ প্রথম পাঁচে জায়গা পাওনি আগামী দিনে পেতে হবে এই লক্ষ্যে লড়াই চালিয়ে যাও। সকলের আগামী সুন্দর ও সার্থক হোক। মেধা তালিকায় প্রথম পাঁচে যারা জায়গা পেয়েছে তাঁদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান কবে হবে তা পরে জানিয়ে দেওয়া হবে। তবে সকল ছাত্রছাত্রীর মার্কশিট খুব শীঘ্রই শিক্ষক শিক্ষিকাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে সংগ্রহ করবেন। এছাড়াও, যদি কোনও পরীক্ষার্থী নিজের ফলে সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে রিভিউ বা স্ক্রুটিনি করার সুবিধা রয়েছে। এরজন্য বিস্তারিত পেতে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ ও হোয়াটস আপ চ্যানেলে জানতে পারবেন। সকলেই আগামীদিনে পাশে থাকবেন এই আশা রেখে আজকের এই কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।
মেধা তালিকা জানতে নীচের ভিডিওটি দেখুনঃ
আপনার ফলাফল জানতে নীচের দিকে যান, YPTRC Resul 2024 লেখা অংশে আপনার রোল নম্বর ও ড্রপ ডাউন মেনু থেকে ক্লাস নির্বাচন করে সাবমিট করুন। আপনার নাম ও ফলাফল চলে আসবে।
1 মন্তব্যসমূহ
Khub valo khobor
উত্তরমুছুনthanks