ভোরের অভিযানে সাফল্য ডিএসপি স্বপনকুমার চক্রবর্তীর উদ্ধার গোরু, কয়লা,বালি গ্রেপ্তার আট
শনিবার ভোরে বীরভূম জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযানে ঝড় তুললেন বীরভূম জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ডিএসপি স্বপনকুমার চক্রবর্তী । গোপন সূত্রে খবর পেয়ে ২৩ নভেম্বর শনিবার ভোর ৩:১৫ নাগাদ ১৪নং জাতীয় সড়কের ইলামবাজার থানার পায়ের মোড়ের কাছে একটি বোলেরো পিক ভ্যান থেকে তেরোটি গরু উদ্ধার করা হয় । কোনো চালান বা কোনো নগদ মেমো দেওয়া হয় নি । গরুগুলো বর্ধমান থেকে জয়দেব নিয়ে আসা হচ্ছিল বলে জানা গিয়েছে । পাঁচ গরু পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে ।
ভোর ৩:৫০ নাগাদ ১৪ নং জাতীয় সড়কের দুবরাজপুর থানার হেতমপুর আরও ভারত পেট্রোলিয়াম পাম্পের কাছে বোলপুর দিকে যাওয়ার সময় অবৈধ কয়লাবোঝাই দুটি সাইকেল আটক করা হয় । মোট চার কুইন্টাল অবৈধ কয়লা উদ্ধার করা হয় । একজনকে গ্রেফতার করা হয়েছে । ভোর সাড়ে চারটা নাগাদ ১৪নং জাতীয় সড়কের সদাইপুর থানার চিনপাই গ্রামপঞ্চায়েতের বাঁধেরশোলের কাছে দুটি মুর্শিদাবাদগামী বালি ওভারলোড ডাম্পার আটক করা হয় । উভয় গাড়িই লোবা বালিঘাট থেকে বালি সংগ্রহ করেছে । উভয় গাড়িরই কোনো ই-চালান নেই । ১৪নং জাতীয় সড়কের মিনিস্টিলের কাছে একটি সিউরিগামী বালি ওভারলোডেড ট্র্যাক্টর আটক করা হয় । কোনো ই-চালান ছিল না যেটি লোবা বালি ঘাট থেকে বালি উত্তোলন করেছিল ৷
গোপনসূত্রে খবর পেয়ে ১৪নং জাতীয় সড়কের মিনিস্টিল গেটের কাছে বাঁকুড়া থেকে মুর্শিদাবাদগামী একটি বোলেরো পিক আপ ভ্যান থেকে ছাব্বিশটি গোরু উদ্ধার করা হয় ৷ তাদের কাছে কোনও নগদ মেমো বা কোনও হ্যাট চালান ছিল না । চালক ও হেলপারকে আটক করা হয়েছে । ৩৯টি গোরু, দুটি গোরু পাচারকারী যান, একটি এসিডি সহ দুটো কয়লাবোঝাই সাইকেল,দুটো চালকসহ দুটো বালিবোঝাই যানবাহন এবং চালকসহ একটি বালি ওভারলোড ট্রাক্টর উদ্ধার করা হয়েছে । ভোরের অভিযানে সাত গোরু পাচারকারী সহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে ।
0 মন্তব্যসমূহ
thanks