Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোরের অভিযানে সাফল্য ডিএসপি স্বপনকুমার চক্রবর্তীর উদ্ধার গোরু, কয়লা,বালি গ্রেপ্তার আট

ভোরের অভিযানে সাফল্য ডিএসপি স্বপনকুমার চক্রবর্তীর উদ্ধার গোরু, কয়লা,বালি গ্রেপ্তার আট

Birbhum news


শনিবার ভোরে বীরভূম জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযানে ঝড় তুললেন বীরভূম জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ডিএসপি স্বপনকুমার চক্রবর্তী । গোপন সূত্রে খবর পেয়ে ২৩ নভেম্বর শনিবার ভোর ৩:১৫ নাগাদ ১৪নং জাতীয় সড়কের ইলামবাজার থানার পায়ের মোড়ের কাছে একটি বোলেরো পিক ভ্যান থেকে তেরোটি গরু উদ্ধার করা হয় । কোনো চালান বা কোনো নগদ মেমো দেওয়া হয় নি । গরুগুলো বর্ধমান থেকে জয়দেব নিয়ে আসা হচ্ছিল বলে জানা গিয়েছে । পাঁচ গরু পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে । 


ভোর ৩:৫০ নাগাদ ১৪ নং জাতীয় সড়কের দুবরাজপুর থানার হেতমপুর আরও ভারত পেট্রোলিয়াম পাম্পের কাছে বোলপুর দিকে যাওয়ার সময় অবৈধ কয়লাবোঝাই দুটি সাইকেল আটক করা হয় । মোট চার কুইন্টাল অবৈধ কয়লা উদ্ধার করা হয় । একজনকে গ্রেফতার করা হয়েছে । ভোর সাড়ে চারটা নাগাদ ১৪নং জাতীয় সড়কের সদাইপুর থানার চিনপাই গ্রামপঞ্চায়েতের বাঁধেরশোলের কাছে দুটি মুর্শিদাবাদগামী বালি ওভারলোড ডাম্পার আটক করা হয় । উভয় গাড়িই লোবা বালিঘাট থেকে বালি সংগ্রহ করেছে । উভয় গাড়িরই কোনো ই-চালান নেই । ১৪নং জাতীয় সড়কের মিনিস্টিলের কাছে একটি সিউরিগামী বালি ওভারলোডেড ট্র্যাক্টর আটক করা হয় । কোনো ই-চালান ছিল না যেটি লোবা বালি ঘাট থেকে বালি উত্তোলন করেছিল ৷ 



গোপনসূত্রে খবর পেয়ে ১৪নং জাতীয় সড়কের মিনিস্টিল গেটের কাছে বাঁকুড়া থেকে মুর্শিদাবাদগামী একটি বোলেরো পিক আপ ভ্যান থেকে ছাব্বিশটি গোরু উদ্ধার করা হয় ৷ তাদের কাছে কোনও নগদ মেমো বা কোনও হ্যাট চালান ছিল না । চালক ও হেলপারকে আটক করা হয়েছে । ৩৯টি গোরু, দুটি গোরু পাচারকারী যান, একটি এসিডি সহ দুটো কয়লাবোঝাই সাইকেল,দুটো চালকসহ দুটো বালিবোঝাই যানবাহন এবং চালকসহ একটি বালি ওভারলোড ট্রাক্টর উদ্ধার করা হয়েছে । ভোরের অভিযানে সাত গোরু পাচারকারী সহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code