ফেক সই দিয়ে দিনহাটার এক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের !
দিনহাটা:
স্কুলের প্রধান শিক্ষিকার গাফিলতিতে রেজিস্ট্রেশন না আসায় দশম শ্রেণীর পরীক্ষা দিতে পারবেন না বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী। অভিযোগ জানাতে গিয়েও মেলেনি সুরাহা। পাল্টা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে অবর বিদ্যালয় পরিদর্শক এর কাছে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষায় বসতে চেয়ে আবেদন জানালো দিনহাটা যোগেশ চন্দ্র সাহা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
অভিযোগ স্কুলের প্রধান শিক্ষিকা দীর্ঘদিন ধরে স্কুলে আসেন না এবং তার গাফিলতিতেই বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীর রেজিস্ট্রেশন আসেনি। আর এ বিষয়ে পরবর্তীতে প্রধান শিক্ষিকার কাছে সুরাহা চাইতে গেলে তিনিও সহযোগিতা করেননি। এছাড়াও একই সাথে স্কুলের ভিতর এক ছাত্রীকে আটকে রাখার মত গুরুতর অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।
তবে সোমবার দুপুরে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধান শিক্ষিকা জানান যে সমস্ত ছাত্র-ছাত্রীর রেজিস্ট্রেশন আসেনি তারা নিজেরাই গাফিলতি করেছে। কোনরকম ভেরিফিকেশনে তারা আসেনি এবং সই পর্যন্ত করেনি সেজন্যই তাদের রেজিস্ট্রেশন আসেনি।
অপরদিকে অবর বিদ্যালয় পরিদর্শক এর কাছে অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষিকা জানান, অভিযোগপত্রে যে সমস্ত ছাত্রছাত্রীদের সই দেখা যাচ্ছে তাদের মধ্যে দুজনের ফেক সই করা আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
একই সাথে বিদ্যালয়ে আটকে রাখার প্রসঙ্গে প্রধান শিক্ষিকার বক্তব্য পরীক্ষা হলে ছাত্র ছাত্রীদের পরীক্ষা চলাকালীন সময়ে আটকে রাখা হয় কারণ তারা যেন বেশি করে লিখতে পারে এটাই নিয়ম।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊