Where is the Protesting Bikini Girl? Social Media Erupts with Questions

iran bikini girl



ইউনিভার্সিটি ক্যাম্পাসে পোশাক খুলে ফেলার পর এক ইরানি তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই সাথে এখন সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রশ্ন করছে সেই মেয়ে কোথায় গেল?


ইরানের অনেক মহিলাই বহুদিন ধরে হিজাবের বিরোধিতা করছেন। সম্প্রতি এক মহিলা নিজের প্রতিবাদ জানাতে জনসমাগম স্থানেই পোশাক খুলে বিকিনি পরেই হাটতে থাকেন। এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যোসাল মিডিয়ায়।


পরনে শুধুমাত্র অন্তর্বাস। খোলা চুল। এই অবস্থায় গোটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কখনো পায়ে হেঁটে ঘুরলেন তো কোথাও দীর্ঘক্ষণ চুপচাপ বসে থাকলেন। তবে সবটাই নীরবে। ইরানের পোশাকবিধির বিরুদ্ধে এমনভাবেই প্রতিবাদে সরব হলেন এই তরুণী।


সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও থেকে জানা যায় যে ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের একটি শাখার নিরাপত্তা রক্ষীরা একজন অজ্ঞাত মহিলাকে আটক করেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আমির মাহজুব এই তথ্য দিয়েছেন।


তবে, কিছু সোশ্যাল মিডিয়া ইউজার দাবি করছেন যে মহিলা তার প্রতিবাদ সকলের নজরে আনার জন্য ইচ্ছাকৃতভাবে তার পোশাক খুলে দেন। X-এর একজন ইউজার ভিডিওটিতে লিখেছেন যে বেশিরভাগ মহিলাদের জন্য, জনসমক্ষে অন্তর্বাস সবচেয়ে খারাপ জিনিস। এটি বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে এক প্রতিবাদ। তবে কেউ কেউ দাবি করছেন যে ওই মহিলা গুরুতর মানসিক রোগে আক্রান্ত।