Latest News

6/recent/ticker-posts

Ad Code

অমঙ্গলের আশঙ্কা! জগন্নাথ মন্দিরকে যে সুরক্ষা দিয়ে আসছিলো তাতেই ফাটল !

অমঙ্গলের আশঙ্কা! ১২০০ বছরের পুরানো জগন্নাথ মন্দিরকে যে সুরক্ষা দিয়ে আসছিলো তাতেই ফাটল ! 




অমঙ্গলের আশঙ্কা! ১২০০ বছরের পুরানো জগন্নাথ মন্দিরকে যে প্রাচীর সুরক্ষা দিয়ে আসছিলো এতোদিন, এবার সেই প্রাচীরের গায়েই ফাটল ! অমঙ্গলের আশঙ্কায় ভক্তরা। তবে জানাগিয়েছে পাঁচিলের বাইরেই রয়েছে আনন্দবাজার। এখান থেকেই জগন্নাথদেবের মহাপ্রসাদ পাওয়া যায়। সেই আনন্দবাজার থেকেই বর্জ্য জল এসে পড়ছে মন্দিরের পাঁচিলে। জমেছে শ্যাওলাও। গুরুত্ব না দেওয়াতেই এই ফাটল বলে প্রাথমিক অনুমান।


পুরীর জগন্নাথ মন্দিরের সীমানা প্রাচীর মেঘনাদ পাচেরিতে ফাটল মেরামত করতে ওড়িশা সরকার ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ (ASI) এর কাছে সাহায্য চেয়েছে। মন্দিরের সেবকরা উদ্বেগ প্রকাশ করেছেন যে আনন্দবাজার থেকে নোংরা জল এসে এই ফাটলগুলির মধ্যে দিয়ে প্রবেশ করছে। দেয়ালের কিছু অংশে শৈবালের দাগ দেখা দিতে শুরু করেছে বলেও দাবী তাদের।


১২০০ বছরের পুরানো মন্দিরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (SJTA) এএসআইকে প্রাচীরের প্রয়োজনীয় সংরক্ষণের কাজ করার জন্য অনুরোধ করেছে ।


রবিবার SJTA প্রধান প্রশাসক অরবিন্দ পাধি বলেন, 'আমরা মেঘনাদ পাচেরির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এএসআই কর্মকর্তারা এবং আমাদের প্রযুক্তি দল ইতিমধ্যেই সীমানা প্রাচীর পরিদর্শন করেছে এবং আমরা আশাবাদী যে এএসআই প্রয়োজনীয় মেরামতের কাজ শীঘ্রই সম্পন্ন করবে।'


আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেছেন যে আর কোনও সমস্যা তৈরি হওয়া রোধ করার জন্য অবিলম্বে মেরামত শুরু করা হবে। অতীতে কিছু ভুলের কারণে, এই ধরনের সমস্যা দেখা দিয়েছে।"


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code