WB Primary School: প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত

West Bengal Public Holidays 2025


দুর্গা পূজার শেষেই রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি (WB Primary School) খুলে গিয়েছে। যদিও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয় গুলির পূজার ছুটি এখনো শেষ হয়নি। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলি (WB Primary School Holiday List 2025) লক্ষ্মী পুজোর দু’দিন পর থেকে খুলে গিয়েছে। আর এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধই রয়েছে। আগামী ৫ তারিখ থেকেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলি খুলে যাবে।


তবে ছুটির বৈষম্য নেই প্রাথমিক এবং মাধ্যমিকা বা উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলির মধ্যে। আসলে গ্রীষ্মের ছুটি দিয়ে প্রাথমিক স্কুলের সঙ্গে রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের সমতা বজায় রাখা হয়।


রাজ্যের প্রায় ৫০ হাজার প্রাথমিক বিদ্যালয় (WB Primary School Holiday List 2025) লক্ষ্মী পুজোর দু’দিন পর থেকে ও কালী পুজোর আগে পর্যন্ত (১৯-৩০ অক্টোবর) খোলা ছিল। ওই সময়ে ৯৯৯১টি মাধ্যমিক ও ৬৭৭১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ছিল। ফলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে একটা চাপা অসন্তোষ কাজ করছে। বড়োরা বাড়িতে ছোটরা স্কুলে- এই নিয়ে একটা চাপা ক্ষোভ কাজ করেছে এতোদিন । প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ছুটির তালিকা একই করার দাবি সামনে আসছিল।


তবে এবার বন্ধ হবে এই বৈষম্য। প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ছুটির তালিকা (WB Primary School Holiday List 2025) একই করার দাবিকে মান্যতা দিতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর।


২০২৫ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মতনই প্রাথমিক বিদ্যালয়গুলিতেও পুজোর ছুটি (WB Primary School Puja Vacation) থাকবে টানা ১ মাস। একই সাথে গরমের ছুটি নিয়েও চিন্তাভাবনা চলছে। এপ্রিলের শুরু থেকে মর্নিং স্কুল চালু করবার ভাবনা রয়েছে এবং মে মাসের শেষের দিকে গরমের ছুটি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।