বাংলাদেশের ক্রিকেটে রদবদল, প্রাক্তন সভাপতি নাজমুল-সহ ১১ জনকে পরিবর্তন

bcb


বাংলাদেশের ক্রিকেটে রদবদল, প্রাক্তন সভাপতি নাজমুল-সহ ১১ জনকে পরিবর্তন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রাক্তন সভাপতি নাজমুল হাসান এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ারম্যান শেখ সোহেল সহ সংস্থার সংবিধান মেনে ১১ জন ডিরেক্টরকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

পর পর তিনটি বা তার বেশি বৈঠকে অনুপস্থিত থাকলে বিসিবির ডিরেক্টর পদে থাকা যায় না সেই নিয়মকে কাজে লাগিয়েই এই ১১ জনকে ডিরেক্টর পদ থেকে সড়ানো হয়েছে এমনটাই খবর। অভিযোগ গত ৫ অগস্ট আওয়ামি লীগ সরকারের পতনের পর থেকে কোনো বৈঠকেই উপস্থিত হননি এমনকি অনুপস্থিতির কারণে জানাননি। এদিকে গত বুধবার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বছরের ১৫তম বৈঠকে তিনজন অতিরিক্ত ডিরেক্টর নাইমুর রহমান, খালেদ মাহমুদ এবং এনায়েত হোসেন সিরাজের ইস্তফা দিয়েছেন।

যে সকল ডিরেক্টরেদের পড়ানো হলো তাঁরা প্রায় সকলেই বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামি লীগের সঙ্গে জড়িত বা ঘনিষ্ঠ ছিলেন। প্রাক্তন বোর্ড সভাপতি নাজমুল ছিলেন শেখ হাসিনা সরকারের ক্রীড়া মন্ত্রী। সফিউল আলম চৌধুরী ছিলেন আওয়ামি লীগের সাংসদ। এজেএম নাসির উদ্দিন ছিলেন চট্টোগ্রামের মেয়র। বিসিবির ডিরেক্টর পদে ছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার একাধিক আত্মীয়। নাজমুলের এক আত্মীয়ও ডিরেক্টর পদে ছিলেন।