Latest News

6/recent/ticker-posts

Ad Code

রিলস বানাতে গিয়ে প্রাণ হারালো দুই নাবালক

মুরারইয়ে মোবাইলে রিল বানানোর সময় ট্রেনে কাটা পড়ে মৃত দুই নাবালক

Reels death


মুরারইয়ে মোবাইলে রিল বানানোর সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো দুই নাবালকের। বৃহস্পতিবার ২৮ নভেম্বর বিকাল পাঁচটা নাগাদ বর্ধমানগামী তিনপাহাড় মেমু প্যাসেঞ্জার ট্রেনে বাঁশলৈই ও মুরারই স্টেশনের মাঝে ডাউন লাইনে ঘটনাটি ঘটেছে । 


ট্রেনে কাটা পড়ে একজন তিননং লাইনে পড়েছিল আর একজন চার নং লাইনে পড়েছিল । ট্রেনের গার্ড স্টেশনমাস্টারকে খবর দিলে স্টেশন মাস্টার জিআরপিকে খবর দেয় । মৃতরা হলো - সুপ্রিয় রাজবংশী (১৬) এবং পাপাই মাল (১৩) বাড়ি মুরারই একনং ব্লকের ভাদীশ্বর গ্রামের আঠারো পাড়ায় । জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । 



পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা । রেললাইনে রিল বানানো অনৈতিক কাজ - আমরা এর বিরুদ্ধে বারবার প্রচার করেছি এমনকি রেললাইনে রিল বানানোর ঘটনায় গ্রেপ্তার পর্যন্ত করেছি । সংবাদমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষকে এইবিষয়ে আরো সচেতন করতে চাই ।" ঘটনায় ভাদীশ্বর আঠারো পাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code