মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে উদ্ধার সমাজসেবী সুমন চ্যাটার্জীর
মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করানো হল। জানা যায়, রাতে মেডিকেল মোড় আস্থা নার্সিংহোম এর নিকট এশিয়ান হাইওয়ে সংলগ্ন হাইড্রেন রাতের অন্ধকারে পড়ে যায় এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি এমনটাই খবর। জানা যায় এলাকার স্থানীয় গ্রামবাসীরা ১০০নম্বরে যোগাযোগ করার পর, বিষয়টি কন্ট্রোল রুম থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউট পোস্ট ফাঁড়ি থানায় k34 ভেন অফিসার ASI ভানু প্রধানের কাছে ফোন মারফত খবর যায়, এরপর বিষয়টি স্থানীয় বাসিন্দা সমাজসেবক সুমন চ্যাটার্জীর কাছে পৌঁছায়।
ASI ভানু প্রধান ফোন করে বিষয়টি জানানোর পর মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়। ASI ভানু প্রধান ও কনস্টেবল বরকত আলী আহাম্মেদ সহ আরো অনেকেই উপস্থিত থেকে ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়, এবং এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির চিকিৎসার বিষয় নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করবেন বলে জানা গেছে।
উত্তরবঙ্গের বিশিষ্ট সমাজসেবী সুমন চ্যাটার্জী। এর আগে একাধিক সমাজ সেবা মূলক কাজে তিনি নিয়োজিত করেছিলেন। পেয়েছেন একাধিক সম্মাননা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊