খয়রাসোল ব্লক তৃনমূলে গোষ্ঠীদ্বন্দ্ব কটাক্ষ বিজেপির
খয়রাসোল পঞ্চায়েত সমিতি সভানেত্রী অসীমা ধীবর মঙ্গলবার তার অফিসকক্ষে সাংবাদিক সম্মেলন করে দলীয় নেতৃত্ব সহ নির্বাহী আধিকারিকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন । তিনি বলেন খয়রাশোল ব্লকের বিডিও সৌমেন্দু গাঙ্গুলি ধোঁয়াশায় রেখে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করছেন । তিনি আরও বলেন বিডিও খয়রাশোল ব্লক তৃণমূল কোরকমিটি যুগ্ম আহ্বায়ক তথা পঞ্চায়েতসমিতি সদস্য শ্যামল গায়েন ও জেলা তৃণমূল কোরকমিটি সদস্য সুদীপ্ত ঘোষের অঙ্গুলীহেলনে যাবতীয় কাজকর্ম করছেন । এবিষয়ে জেলাশাসককে লিখিতভাবে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয় নি । পাশাপাশি রাজ্য যুব তৃনমূল সাধারণ সম্পাদক দেবব্রত সাহাকেও একহাত নিয়ে বলেন তার এলাকায় নিজস্ব কোনো সংগঠন নেই । খয়রাসোলে মধু আছে তাই সবাই এখানে পড়ে থাকে ।
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে খয়রাসোল ব্লক এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । শুরু হয় আতঙ্ক । তাহলে আবার কি খয়রাসোলে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিচ্ছে ? শুরু হয়েছে গুঞ্জন । খয়রাসোল কি এখনো খয়রাসোলে আছে ? উঠেছে প্রশ্ন ।
শ্যামলকুমার গায়েন বলেন মিডিয়ার সামনে বলেছেন এটা দুর্ভাগ্যজনক, আভ্যন্তরীণ বিষয় কিছু থাকলে দলের মধ্যে আলোচনা করা দরকার ছিল । পাশাপাশি বিডিওর কাজের প্রশংসা করে বলেন উনি পিছিয়ে পড়া ব্লক থেকে উন্নয়নের মাধ্যমে সাজিয়ে তুলেছেন । সভাপতির এধরনের আচরণের জন্য উর্ধ্বতন নেতৃত্বকে জানানো হবে । দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, "
প্রশাসনের অসহযোগিতা যেটা আমরা বলেছি সেটা উপলব্ধি করে বলেছেন খয়রাশোল পঞ্চায়েতসমিতি সভানেত্রী অসীমা ধীবর । তাকে ব্রাত্য করে রাখা হয়েছে । তিনি যদি পদত্যাগ করে প্রকৃত মানুষের জন্য কাজ করতে চান তাহলেই জানাবো কথাগুলোর প্রকৃত সার্থকতা আছে । প্রশাসন আর রাজনীতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে । তৃনমূল মানেই রন্ধ্রে রন্ধ্রে গোষ্ঠীদ্বন্দ্ব ।"
সভানেত্রী অসীমা ধীবরের দলীয় নেতাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করার ২৪ ঘন্টা পার না হতেই সভাপতির বিরুদ্ধে কেন্দ্রগড়িয়া অঞ্চল তৃনমূল পক্ষ থেকে পঞ্চায়েতসমিতি সংলগ্ন এলাকায় প্রতিবাদ মিছিল সংগঠিত হয় । কেন্দ্রগড়িয়া অঞ্চল তৃনমূল আহ্বায়ক কৈলাস বাউরি সভাপতিকে পাল্টিবাজ বলে অভিহিত করেছেন । তিনি আরও বলেন সামনে বিধানসভা ভোটের আগে পাল্টি খাবেন যারজন্য হয়তো উনি পার্টির কর্মী তথা নেতৃত্বের বিরুদ্ধে আলফাল বকছেন । ব্লক তৃনমূল কোর কমিটি যেভাবে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রেখে এবং সুষ্ঠভাবে উন্নয়ন করে চলেছেন আমরা সবাই তাদের সঙ্গে আছি ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊