প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ, পদক্ষেপ চেয়ে ধর্না, প্রত্যাহার হল ১৪দিন পর
ইসলামপুর
তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এর আশ্বাসে অবশেষে ১৪ দিনের মাথায় ধর্না মঞ্চ তুলে নিলেন তৃণমূলের অঞ্চল নেতৃত্বরা।
উল্লেখ্য ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে আগেই ইসলামপুর ব্লক সভাপতি জাকির হুসেন প্রধানকে দল থেকে বহিষ্কার করেন। এরপর প্রধান নুরি বেগম প্রধান পদ থেকে অপসারণ ও আইনি ব্যবস্থার দাবি তুলে ধর্না ও অবস্থান বিক্ষোভ শুরু করেন কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতৃত্বরা। প্রায় ১৪ দিনের মাথায় অবশেষে জেলা সভাপতি অভাব অভিযোগের কথা শুনে সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ধর্না তুলে নেন তৃণমূলের নেতৃত্বরা।
ধর্না মঞ্চ তুলে নেওয়ার পর প্রধানের অপসারণ ও আইনি পদক্ষেপের দাবি তুলে ইসলামপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের। প্রায় ২০০ বাইক নিয়ে মিছিল করে ইসলামপুর বিডিও অফিসে সামনে উপস্থিত হন কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতৃত্বরা। নেতৃত্বদের সাথে রয়েছেন গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশো সাধারন মানুষ। বিডিও কাছে অভিযোগ জানানোর পর কোনও সুরাহা না হলে আগামীদিনে বিডিও অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসে পড়বেন বলে তৃণমূলের নেতৃত্বরা জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ
thanks