বেতন বৃদ্ধি সহ একাধিক দাবীতে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:
আসানসোল পৌরনিগমের অস্থায়ী শ্রমিকরা বেতনবৃদ্ধি, ইএসআই, পিএফ, উনি ফর্ম সহ একাধিক দাবিতে আসানসোল পৌরনিগমে বিক্ষোভ কর্মসূচি অস্থায়ী শ্রমিকদের ।
এর আগে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি ছিল অস্থায়ী শ্রমিকদের। সেদিন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় সেদিন তাঁদেরকে বলেন যে ২৮ তারিখ তাদের বিষয় গুলি নিয়ে আলোচনার কথা। সেই মতো অস্থায়ী শ্রমিকরা গতকাল আসানসোল পৌরনিগমে বিক্ষোভ দেখায় এবং তাঁদের দাবি নিয়ে আলোচনা হয়।
এই বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন তাঁদের দাবি গুলো যেমন ইউনিফর্ম আমরা দেই, আইডেন্টি কার্ড নতুন চালু করে দিচ্ছি, বেতন এর ক্ষেত্রে রাজ্য সরকারের ধার্য্য ৩৪২ টাকা, আমরা তার থেকে ৫টাকা বেশি দিচ্ছি অর্থাৎ ৩৪৭ টাকা বেতন দিচ্ছি।
0 মন্তব্যসমূহ
thanks