উত্তরবঙ্গ সফরে এসে জন বার্লার সম্পর্কে বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
শিলিগুড়ি : উপনির্বাচনের প্রচারে পায়ের তলার মাটি শক্ত করছে বিজেপি। শুক্রবার সকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সড়কপথে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের উদ্দেশ্যে রওনা দেন সুকান্ত মজুমদার। আগামী ১৩ নভেম্বর ওই আসনে উপনির্বাচন রয়েছে।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন , “রাজ্য সরকার গত নির্বাচনে যে ভূমিকা নিয়েছিল এবার যদি না নেয় তবে মাদারিহাট আসন তারা অবশ্যই জিতবে। আর এখনই ভবিষ্যতবাণী করে যাচ্ছি যে ২০২৬ এ বিজেপি মাদারিহাট আসনটি বিপুল ভোটে জিতবে।”
সুকান্ত মজুমদার জন বারলা প্রসঙ্গে বলেন , "বিজেপির ভোট বিজেপির প্রতীকের সঙ্গে থাকে। কারো মুখের সঙ্গে নয়। আমি তার সঙ্গে দেখা করেছি। তিনি বিজেপিতেই ছিলেন। আমার দৃঢ় বিশ্বাস তিনি আমাদের দলের সঙ্গেই থাকবেন।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊