তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়কে জেতাতে হোমিওপ্যাথি এলোপ্যাথি এমন কি কবিরাজিতেও কাজ না হলে সার্জারির দাওয়াই জগদীশের
সিতাই: সঙ্গীতা রায়কে জেতাতে যেটা করা দরকার সেটাই করতে হবে। হোমিওপ্যাথি এলোপ্যাথি এমন কি কবিরাজিতেও যদি কাজ না হয় তাহলে সার্জারি করার জন্য দরকার হলে কাচি চালাতে হবে। মনে রাখতে হবে ফাঁকা মাঠে গোলটা যেন ঠিক লক্ষেই হয়। সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের দলীয় প্রার্থী সঙ্গীতারায় এর সমর্থনে নির্বাচনী কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে দলীয় কর্মী সমর্থকদের এমনটাই দাওয়াই দিলেন কোচবিহার জেলার সংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
সিতাই বিধানসভার আদাবাড়ি ঘাটে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কর্মীসভা থেকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এমনই ভাষণ দিলেন সংসদ জগদীশ বসুনিয়া। কর্মীদের উদ্দেশ্যে বসুনিয়ার শটান দাওয়াই এবারের নির্বাচনে মাঠ ফাঁকা তাই ফাঁকা মাঠে সঠিক লক্ষেই গোল দিতে হবে, আর সঠিক লক্ষে গোল দেওয়ার জন্য দরকার হলে হোমিওপ্যাথি এলোপ্যাথি কবিরাজি তিনটাই প্রয়োগ করতে হবে আর তাতেও যদি কাজ না হয় তাহলে কাচি দিয়ে সার্জারিও করতে হবে। তিনি আরো বলেন এমন ভাবে সার্জারি করতে হবে যাতে বিজেপির কেউ দাঁড়াতে সাহস না পায়।
অপরদিকে জগদীশ বসুনিয়ার বক্তব্যের কড়া নিন্দা করে জাতীয় কংগ্রেস প্রার্থী হরিহর সিংহ রায় বলেন তৃণমূল কংগ্রেস এভাবেই সাধারণ ভোটারদের মনে ভয় সৃষ্টি করার চেষ্টা করছে। অপরদিকে তিনি আরো অভিযোগ করেন সাংসদ নিজেই তাঁর দলীয় কর্মী সমর্থকদের সন্ত্রাস করার জন্য উসকে দিচ্ছেন। তিনি আরও জানান তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে সাংসদদের বক্তব্য সহ অভিযোগ জানিয়েছে।
0 মন্তব্যসমূহ
thanks