Latest News

6/recent/ticker-posts

Ad Code

'তিলোত্তমার নব্বই দিন শুদ্ধ হতে রক্ত দিন' রক্তদান শিবির অর্ধেক আকাশের

'তিলোত্তমার নব্বই দিন শুদ্ধ হতে রক্ত দিন' রক্তদান শিবির অর্ধেক আকাশের 

Burdwan news


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

আরজি করে তিলোত্তমার মৃত্যুর তিন মাস অতিক্রম করতে চললেও এখনো পর্যন্ত তিলোত্তমার কোন সুবিচার না পাওয়ায়," তিলোত্তমার নব্বই দিন শুদ্ধ হতে রক্ত দিন"। এই স্লোগানকে সামনে রেখে বর্ধমান জেলা গ্রন্থাগারে রক্তদান শিবিরের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা মানবী অর্ধেক আকাশ। 


এদিনের রক্তদান শিবিরে পুরুষ মহিলা সহ মোট ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতি রশ্মি ব্লাড ব্যাংকের হাত তুলে দেওয়া হয়। 


অভয়ার রক্তঋণ সঠিক বিচারের মাধ্যমে শোধ করার কথা বলেন সংস্থার সদস্য জয়তী ভট্টাচার্য। তিনি জানান ৯ই নভেম্বর ৩মাস কেটে গেলেও এখনো পর্যন্ত সঠিক বিচার পাইনি অভয়া তাই বিচারের দাবিতেই এই রক্তদান শিবির।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code