Sachin Tendulkar: অবসর নেওয়ার দিনই মজার পোস্ট সচিনের, মনে জড়ালো স্মৃতি, মন জিতল ভক্তদের
কেটে গেল ১১ বছর। ২০১৩-র ১৬ই নভেম্বর গোটা ক্রিকেট দুনিয়াকে কাঁদিয়ে বাইশ গজ ছেড়েছিলেন ক্রিকেটের ভগবান সচিন রমেশ টেন্ডুলকার। সেদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিল ভারত (India vs West Indies)। ঘরের মাঠে একমাত্র ক্রিকেটার হিসেবে নিজের দুশোতম টেস্ট খেলে নতুন মাইলফলক গড়েছিলেন সচিন।
কেটে গেল ১১টা বছর। আজ ১৬ই নভেম্বর ২০২৪। কিন্তু ক্রিকেট থেকে কি দূরে সড়তে পেরেছেন সচিন? উত্তরটা হল, না। মজার একটি ছবি পোস্ট করলেন সচিন। বিশালাকার তিনটি বৃক্ষের সামনে দাঁড়িয়ে যা উইকেটের ভূমিকা পালন করছে আর সামনে স্টান্স নেওয়ার ভঙ্গিতে সচিন। ক্যাপশনে লিখেছেন, 'আপনারা কি কেউ অনুমান করতে পারেন কোন আম্পায়ার এত বড় স্টাম্প সাজিয়েছেন?'
সচিন রমেশ টেন্ডুলকার, ক্রিকেট জগতের বিস্ময়। তাঁর ক্রিকেটীয় ইনিংস তিনি সাজিয়েছেন একাধিক নজিরে। কিছু কিছু নজির কবে যে ভাঙবে তা আন্দাজ করতে পারবেন না কেউই। ২০০ টেস্টে ১৫৯২১ রান। ৫১ সেঞ্চুরি। ৪৬৩ ওয়ান ডে ম্যাচে ১৮৪২৬ রান। ৪৯ সেঞ্চুরি। ভারতের জার্সিতে একটি টি-২০ ম্যাচও খেলেছেন সচিন। করেছেন ১০ রান। একমাত্র ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি। বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ ব্যাটার হিসাবেই সচিনকে মনে রেখেছেন ক্রিকেটপ্রেমীরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊