ট্যাবের টাকা আত্মসাৎ কাণ্ডে দিনহাটায় গ্রেফতার প্রাথমিক শিক্ষক 

Tab Money scam

ট্যাব দুর্নীতিতে উত্তাল রাজ্য। স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা আত্মসাতের ঘটনায় তোলপাড়। পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা না ঢোকার অভিযোগের পর একে একে গ্রেফতার হয়েছে অনেকেই। এবার নাম জড়ালো দিনহাটার।


ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মালদা সাইবার ক্রাইম বিভাগের হাতে গ্রেফতার দিনহাটার বাসিন্দা মনোজিৎ বর্মন। রবিবার সকালে দিনহাটা শহরের মাদার লেনে পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজিৎ বর্মনের বাড়িতে যাওয়া হলে তার এক আত্মীয় তাকে নির্দোষ বলে দাবি করে। তিনি দাবি করে বলেন মনোজিৎ বর্মন IP এড্রেস এবং ওয়াইফাই হ্যাক করে অন্য কেউ এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে দিনহাটায়।



বেশ কিছুদিন ধরেই ট্যাবের টাকা আত্মসাতের ঘটনা সামনে আসছে। রাজ্য সরকারের তরুনের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়ার হয়। কিন্তু সেই টাকা বহু স্কুলের ছাত্র ছাত্রীরা পাইনি বলেই অভিযোগ।


পুলিশের প্রাথমিক জেরায় জানা গেছে বিভিন্ন ব্যাংকে মনোজিতের নামে অন্তত ২০টি একাউন্ট রয়েছে। নিজে অন্তত আটটি একাউন্টে ট্যাবের টাকা গায়েব করেছে মনোজিৎ। এমনটাই খবর। জানা গেছে, শিক্ষা পোর্টাল হ্যাক করে ছাত্রদের জায়গায় নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জুড়েছে মনোজিৎ। ধৃতকে আজ তোলা হয় মালদা জেলা আদালতে। ১০ দিনের হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে পুলিস।

ট্যাবের টাকা জালিয়াতিকান্ডে মালদহ পুলিশের হাতে ধৃত কোচবিহারের দিনহাটার প্রাথমিক শিক্ষক মনোজিৎ বর্মন কোচবিহারের সিতাই সিংমারী স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গত আট বছর ধরে প্রাথমিক স্কুল শিক্ষক হিসেবে কর্মরত।