ফের পিছিয়ে গেল আরজিকর মামলার সুপ্রিম শুনানি, পরবর্তী শুনানি কবে?
আর জি কর কাণ্ডের শুনানির দিকে তাকিয়ে গোটা দেশ। আজ বিকাল ৩টায় হওয়ার কথা ছিল শুনানি। কিন্তু আজ হল না শুনানি। গত ১৫ অক্টোবর শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছিল, ৫ই নভেম্বর বিকাল তিনটায় শুনানি। সেই মতোই অপেক্ষা করছিল আইনজীবীরা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন বলে শুনানি হচ্ছে না এমনটাই জানানো হয়েছে।
এদিন একে একে উত্তরপ্রদেশে মাদ্রাসা, ব্যক্তিগত সম্পত্তি, বিচারপতিদের বেতন ও পেনশন নিয়ে শুনানি হতে হতে বিকাল ৩:৩০ বেজে গেলে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এখনও ২১ নম্বর অর্থাৎ আর জি কর শুনানি বাকি রয়েছে। সলিসিটর জেনারেল জানান, আজ হয়ত আদালত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তাই নতুন তারিখ দেওয়ার কথা জানান। এরপরেই প্রধান বিচারপতি জানান মামলায় শুনানি করতে সময় লাগবে। কিন্তু আজ রাষ্ট্রপতিভবনে যেতে হবে তাঁকে। তাই আগামী কাল মামলার শুনানি করবেন তিনি।
জানা গেছে আগামীকাল বেলা সাড়ে ১০টায় শুনানির দিন ধার্য করা হয়েছে। সকাল ১০.৩০টায় কোর্ট বসলে, প্রথম আর জি কর মামলারই শুনানি হবে। অর্থাৎ আগামী কাল সেখানে তদন্ত নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) স্টেটাস রিপোর্ট জমা দেবে। হলফনামা জমা দেবে রাজ্য সরকারও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊