Latest News

6/recent/ticker-posts

Ad Code

হাইকোর্টের নির্দেশ খারিজ করে উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা সাংবিধানিক, সম্পূর্ণ বৈধ- জানালো শীর্ষ আদালত

হাইকোর্টের নির্দেশ খারিজ করে উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা সাংবিধানিক, সম্পূর্ণ বৈধ- জানালো শীর্ষ আদালত

SC


উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন ‘অসাংবিধানিক’ বলে বাতিল করেছিল ইলাহাবাদ হাই কোর্ট। আর এবার সেই রায়কে খারিজ করে উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা সাংবিধানিক, সম্পূর্ণ বৈধ- জানালো শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে উত্তরপ্রদেশে মাদ্রাসা চালু রাখতে আর বাধা রইল না। শীর্ষ আদালত জানিয়েছে, আদালত মাদ্রাসা শিক্ষা আইনের বৈধতা বহাল রাখছে। এই আইন সাংবিধানিক। ইলাহাবাদ হাই কোর্ট রায় দেওয়ার সময় আইনের মৌলিক কাঠামোগত ত্রুটির কথা বলেছিল। তা ভুল ছিল। বেঞ্চ আরও বলেছে, ‘‘এই আইন মাদ্রাসা প্রশাসনে সরাসরি হস্তক্ষেপ করে না।’’

মঙ্গলবার মামলার রায়দান করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্ট রায়দানের সময় আরও জানায়, মাদ্রাসা আইনে কিছু ধর্মীয় প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকায়, তা অসাংবিধানিক হতে পারে না। তবে এই আইনের অধীনে ‘ফাজ়িল’ এবং ‘কামিল’ ডিগ্রিপ্রদান অসাংবিধানিক। কারণ, এই সংশ্লিষ্ট বিধান ইউজিসি গাইডলাইনের পরিপন্থী।

২০০৪-এ অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন উত্তরপ্রদেশে মাদ্রাসা আইন কার্যকর হয়। এরপর যোগী আদিত্য নাথের সরকার আসার পর রাজ্যের মাদ্রাসাগুলি নিয়ে এক সমীক্ষা শুরু করে। মাদ্রাসাগুলিতে কোনও বিদেশি অনুদান আসছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে সমীক্ষা করে। একই সঙ্গে রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষাকে ‘মূল শিক্ষাব্যবস্থা’র অন্তর্ভুক্ত করার কাজও করে। সেই আবহেই মাদ্রাসা শিক্ষা আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ইলাহাবাদ হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় হাইকোর্ট মাদ্রাসা শিক্ষা আইনকে ‘অসাংবিধানিক এবং ধর্মনিরপেক্ষতার আদর্শের পরিপন্থী’ বলে বাতিল করলে জল গড়ায় সুপ্রিমকোর্টে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code