উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শিলিগুড়ি : উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১তারিখ থেকে ১৫তারিখ উত্তরবঙ্গে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
সরকারি বেশ কিছু কর্মকাণ্ডের পাশাপাশি উপনির্বাচনের প্রচার করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর উত্তরবঙ্গ সফরকালেই মুখ্যমন্ত্রী শিলিগুড়ি মেট্রোপলিটন পলিসের নতুন ভবনের উদ্বোধন করতে পারেন।
এই নতুন ভবনের নাম দেওয়া হয়েছে পুলিশ ভবন। ছয় তলা এই ভবনের সমস্ত এসিপি, ডিসিপি, ডিসিপি হেডকোয়ার্টার ও পদস্থ কর্তাদের অফিসের জায়গা করা হয়েছে। এক জায়গাতেই সমস্ত পুলিশ কর্তারা যাতে বসতে পারেন, সেই কারণেই এই উদ্যোগ রাজ্য সরকারের।
সূত্রের খবর এই বিল্ডিং এই থাকবে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও স্পেশাল ব্রাঞ্চের অফিস। নবনির্মিত এই ভবনের কাজ প্রায় শেষ কেবলমাত্র উদ্বোধনের অপেক্ষা। শিলিগুড়ির মল্লাগুড়ি পুলিশ লাইনে এই নতুন ভবনের কাজ কয়েক বছর আগে শুরু হয়েছিল। এক ছাদের তলায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সমস্ত কর্তাদের বসানোই ছিল রাজ্য সরকারের টার্গেট।
বিভিন্ন উচ্চপদস্থ কর্তাদের অফিস শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই কারণে আম জনতাকে নানান রকম কাজে ভোগান্তির মুখে পড়তে হয়। সেই সমস্যা নিরসনের জন্যই এবার এক ছাদের তলায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সমস্ত উচ্চ পদস্থ পুলিশ কর্তার কার্যালয় করল রাজ্য সরকার। তবে ঠিক কবে এই কার্যালয়ের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী তা এখনো জানা যায়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊