Nail Art: নখে ট‍্যাটু আঁকিয়ে সর্ব কনিষ্ঠের রেকর্ড অর্জন করল শিলিগুড়ির শুভ মালাকার

Nail Art: নখে ট‍্যাটু আঁকিয়ে সর্ব কনিষ্ঠের রেকর্ড অর্জন করল শিলিগুড়ির শুভ মালাকার



ডাবগ্রামের বাসিন্দা সুরজিৎ মালাকার ও অনিতা মালাকারের দুই ছেলে ও এক মেয়ে। সুরজিৎবাবুকে পাড়ার সকলে পাচু বলে একডাকে চেনেন। তিনি চিত্রশিল্পে যেমন নিপুণ ছিলেন তেমনিই তাঁর সন্তানদের এই কলার সঠিক পারদর্শী করে তুলেছেন। তাঁর অঙ্গ হিসাবে বর্তমানে ছোট ছেলে শুভ মালাকার বাবার নাম অক্ষরে অক্ষরে পালন করে বংশের নাম উজ্জিবিত করে ট‍্যাটু শিল্পে বিশ্বে সর্ব কনিষ্ঠের শিরোপা অর্জন করে শিলিগুড়ির নাম উজ্জ্বল করেছেন।

এই খবর মালাকার পরিবারের আসতেই উৎসবের আমেজ তৈরি হয়। কেক কেঁটে পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে সমান ভাবে এই সন্মান ভাগ করে নেন।

এই সম্মানের বিষয় জানাতে গিয়ে আনন্দের সাথে শুভ মালাকার জানান এই সন্মান তাঁর একার নয়, এই সন্মানের সমান অংশিদার তাঁর দাদা সহ গোটা পরিবার। দাদা সৌরভ মালাকার ও বাবা পাচু মালাকার এই শিল্পকলার সাথে যুক্ত হতে প্রধান ভূমিকা পালন করেছেন।

শুভ আরো জানান আজ এই বিশ্ব রেকর্ড অর্জন করে সমাজকে বার্তা দিতে সক্ষ‍্যম হয়েছে যে ইচ্ছা ও পরিবারের সহযোগিতা থাকলে সব করা সম্ভব।