Latest News

6/recent/ticker-posts

Ad Code

C V Ananda Bose: রাজ্যপাল হিসেবে দুবছর পূর্তিতে মাস জুড়ে 'আপনা ভারত, জাগতা বেঙ্গল' কর্মসূচি রাজ্যপালের

C V Ananda Bose: রাজ্যপাল হিসেবে দুবছর পূর্তিতে মাস জুড়ে 'আপনা ভারত, জাগতা বেঙ্গল' কর্মসূচি রাজ্যপালের



C V Ananda Bose


আমজনতার নানা সমস্যা দূর করতে এবার কর্মসূচি রাজ্যপালের। দুবছর ধরে বাংলার রাজ্যপাল পদে দায়িত্ব সামলে আসছেন সিভি আনন্দ বোস। আগামী ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে দু'বছর পূর্ণ করবেন সি ভি আনন্দ বোস। সেই উপলক্ষে আজ (১ নভেম্বর, ২০২৪) থেকে আগামী একমাসব্যাপী রাজভবনের পক্ষ থেকে নয়া কর্মসূচি। সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'আপনা ভারত, জাগতা বেঙ্গল'। যাকে অনেকে দুয়ারে সরকার কর্মসূচির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন।

রাজভবনের এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের আমজনতাকে রোজের জীবনযাত্রায় অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। সেগুলি মোকাবিলা করে বঙ্গবাসী, বিশেষ করে যুবসমাজ যাতে সহজে জীবন ধারণ করতে পারে, সেই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে 'আপনা ভারত, জাগতা বেঙ্গল' কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মানবপাচার রোধ, মাদকের ব্যবহার বন্ধ করা, নারীর ক্ষমতায়ন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করবে রাজ্যপাল।

কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে একগুচ্ছ কর্মকাণ্ড। এগুলি হল -

১) 'আপনা ভারত, জাগতা বেঙ্গল' কর্মসূচির অধীন রাজ্যের মোট ২৫০টি স্থান পরিদর্শন করবেন রাজ্যপাল বোস।

২) মূলত রাজ্যের পিছিয়ে পড়া এলাকাগুলি পরিদর্শন করবেন বোস। সেইসব এলাকার হতদরিদ্র মানুষের দুয়ারে পৌঁছে যাবেন তিনি। তাঁদের সঙ্গে কথা বলে বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

৩) পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং স্কুল ক্যাম্পাসগুলি পরিদর্শন করবেন রাজ্যপাল বোস। 

৪) রাজ্যের যেকোনও 'জন', অর্থাৎ - জনতা বা বাসিন্দা চাইলেই এই সময়ের মধ্যে রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করতে পারেন। রাজ্যপাল তাঁর কথা শুনবেন।

৫) রাজ্যপালের গোল্ডেন গ্রুপ,

৬) রাজ্যপালের স্কলারশিপ প্রকল্প এবং

৭) রাজ্যপালের অ্যাওয়ার্ড স্কিম চালু করতে চলেছেন।

৮) এরই সঙ্গে 'অভয়া প্লাস' নামে কেবলমাত্র মেয়েদের জন্য একটি কোর্স চালু করা হচ্ছে। সেই কোর্সের অধীনে মেয়েদের আত্মরক্ষার পাঠ পড়ানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code