ট্যাব কেলেঙ্কারিতে ফের মালদা থেকে গ্রেপ্তার ৪

East Burdwan Police


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

ট্যাব কেলেঙ্কারিতে ফের মালদা থেকে গ্রেপ্তার ৪। আজ ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়।


স্কুল পড়ুয়ারা ট্যাবের টাকা না পাওয়ায় বর্ধমান সাইবার ক্রাইমে অভিযোগ জানায় জেলার একাধিক স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে জেলা পুলিশ। তদন্তে নামে পুলিশের বিশেষ টিম ।তদন্তে নেমে মালদা থেকে হাসেন আলী নামে এক যুবককে গ্রেফতার করে বর্ধমান জেলা পুলিশ। বাকি অভিযুক্তদের ধরতে হাসেন কে রিমান্ডে নেয় জেলা পুলিশ।

হাসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে গত রাতে মালদায় ফের অভিযান চালিয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ টীম। এই অভিযানে পিন্টু শেখ, জামাল শেখ, শ্রবণ সরকার এবং রকি শেখ নামে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ট্যাব ফান্ডের তছরুপি মামলায় তাদেরকে আদালতে হাজির করা হয়। 


মালদার ভগবানপুর কেবিএস স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক রকি শেখ-এর বিরুদ্ধে একাধিক স্কুলের অ্যাকাউন্টের লগইন ক্রেডেনশিয়াল সরবরাহ করার অভিযোগ রয়েছে, যা অর্থ তছরুপিতে সহায়তা করেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া যাচ্ছে বলে জানায় জেলা পুলিশ।