Ministry of Sex: এবার সেক্স নিয়ে মন্ত্রক, মন্ত্রকের কাজ কী হতে চলেছে?
যৌনতা! সেক্স প্রতিটি মানুষের শারিরীক চাহিদা। আর তা নিয়েই গঠিত হচ্ছে মিনিস্ট্রি। ভুল দেখছেন না, একদম ঠিক। রাশিয়ায় মিনিস্ট্রি অব সেক্স বা যৌনতা মন্ত্রক তৈরি করছে পুতিন সরকার। একটু অন্যরকম মনে হলেও বাস্তব। এমনটাই কিন্তু খবর।
জানা যাচ্ছে, রাশিয়ার জন্মহার কমেছে হু হু করে। ফলে চিন্তা বাড়ছে সরকারের। জন্মহার বাড়াতে ও মহিলাদের সন্তান ধারনে আগ্রহী করে তুলতে এরকম পদক্ষেপের পথে রাশিয়ার সরকার। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্য, অফিসেও যৌন সম্পর্কে লিপ্ত হতে বলা বিতর্ক সৃষ্টি করেছিল। তবে এবার আস্ত মন্ত্রক তৈরি হচ্ছে সেক্স নিয়ে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বহু মানুষের প্রাণহানি জনসংখ্যা কমিয়েছে ফলে সঙ্কটের মুখে দেশের ভবিষ্যৎ ও স্থিতিশীলতা। জন্মহার বাড়াতে তাই রাশিয়ার সরকার এই মন্ত্রক খুলছে। ইতিমধ্যে কিছু প্রস্তাব পেশ হয়েছে বলে খবর যেগুলো পুতিন ঘনিষ্ঠ এবং রাশিয়ার পরিবার সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান নিনা ওস্টানিনা যৌনতা মন্ত্রক গঠনের প্রস্তাব পর্যালোচনা করে দেখছেন।
প্রস্তাব গুলির মধ্যে রয়েছে, রাত ১০টা থেকে ২টা পর্যন্ত বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ রাখার চিন্তা ভাবনা চলছে। যাতে এই সময়ে মন এদিক ওদিক না গিয়ে দম্পতির ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগ পান। এছাড়াও যুব সম্প্রদায়ের জন্য বিশেষ অফার প্রথম ডেটে সরকার ৫০০০ রুবেল (রাশিয়ার মুদ্রা) দেবে যাতে যুব সমাজ যাতে মেলামেশা করার সুযোগ পায় এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। যুগলদের ঘনিষ্ঠ সময় কাটানোর জন্য হানিমুন হোটেল তৈরির কথাও চিন্তা করছে সরকার।
এছাড়াও, দম্পতি ও যুগলরা যাতে তাড়াতাড়ি পরিবার পরিকল্পনা শুরু করে, তার জন্য সরকারের তরফে ইনসেনটিভের মতো অর্থ সাহায্যও করা হতে পারে। যে সকল মহিলারা বাড়িতে থেকে সন্তান পালন ও সংসার চালান, তাদের জন্য মাসিক ভাতা চালু করারও পরিকল্পনা রয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊