হাসপাতালে কাজ না করে ভুয়ো বিল তোলার অভিযোগ প্রধানের বিরুদ্ধে
কাজ না করে ভুয়ো বিল তোলার অভিযোগ। হাসপাতাল পরিষ্কার এর নামে টাকা লুটপাটের অভিযোগ প্রধানের বিরুদ্ধে।হাসপাতাল পরিষ্কারের নামে ভুয়ো বিল করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান সরকারি টাকা আত্মসাৎ করতে এই ধরনের ভুয়ো বিল করছেন বলেই অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা।
ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষেরও দাবি কোনরকমে কাজ করা হয়নি পঞ্চায়েতের তরফে হাসপাতাল চত্বরে। তারপরও কি করে হাসপাতাল পরিষ্কার করার নামে বিল হচ্ছে সে নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি প্রধানের।বেশ কিছু মানুষ জোরপূর্বক টাকা নিতেই এই ধরনের অভিযোগ করছে বলে দাবি করেছে দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মন্ডল।
উল্লেখ্য মানিকচক ব্লকের ভুতনির চরের বিস্তীর্ণ এলাকার সাথেই প্লাবিত হয়েছিল ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। মানুষ দীর্ঘদিন সমস্যার মধ্যে ছিল। তবে জল কমেছে স্বাভাবিক ছন্দে ফিরেছে সাধারণ মানুষ। ভুতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য পঞ্চায়েত কর্তৃপক্ষ 45 হাজার টাকার বিল পাস করেছে এমনটাই দাবি এলাকাবাসীর।
স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ মন্ডল স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষের কাছে গোটা বিলের অভিযোগ জানান। অবৈধভাবে ভুয়ো বিল করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ বলে দাবি তাদের। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ ও তার করেছেন গৌরাঙ্গ মন্ডল নামে ঐ ব্যক্তি।
0 মন্তব্যসমূহ
thanks