রাজ্যের আংশিক সময়ের শিক্ষকদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে শীতকালীন অধিবেশনে ! 

part-time teachers in the state is going to change



দীর্ঘদিন ঠিকমত এস এস সি না হওয়ার কারণে রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে পঠন-পাঠন স্বাভাবিক রাখার জন্য আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হয়। আংশিক সময়ের শিক্ষকদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়োগ করেন এবং স্কুল ফান্ড থেকে তাদের সামান্য বেতন ১০০০ থেকে মাসিক ৩০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। 

একইভাবে রাজ্যের বিভিন্ন কলেজে আংশিক সময়ের অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন যাদের সরকার স্থায়ীকরণ করেছেন এবং তাদের বাঁচার মতো একটা বেতন দেওয়ার ব্যবস্থা করেছেন। এতে উৎসাহিত হয়ে রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকগণ মাননীয়া মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে বারবার স্থায়ীকরণের আবেদন করেছেন। 

তারা ৬০ বছর বয়স পর্যন্ত কর্মের সুনিশ্চয়তা এবং সরকার কর্তৃক বাঁচার মতো একটা বেতন দেওয়ার আবেদন করেছেন। নবান্ন, কালীঘাট, বিকাশ ভবন সমস্ত জায়গায় তারা আবেদন করেছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি। 

সরাসরি মুখ্যমন্ত্রী ফোন নাম্বার চালু হওয়ার পর সমস্ত শিক্ষক তাতে ফোন করে তাদের সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত সমস্যার কোন সমাধান হয়নি। 

তাই আজ পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খন্ডঘোষের MLA নবীনচন্দ্র বাগের সাথে সাক্ষাৎ করে ওনাকে একটা স্মারকলিপি দেওয়া হয়। 

সংগঠনের পক্ষথেকে বলা হয়েছে 'বিধায়ক বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষকদের সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং স্কুলে কোনরকম সমস্যা হলে তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এছাড়াও বিধানসভার শীতকালীন অধিবেশনে বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষকদের দুরবস্থার কথা তুলে ধরবেন বলে কথা দিয়েছেন।'