নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ
নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ। ED-র মামলায় জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। ১০ লাখ টাকার বন্ডে শর্তাধীন জামিন হয়েছে কুন্তলের। এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে যান কুন্তল। মামলা হাইকোর্টে ফিরিয়ে একমাসের মধ্যে নিষ্পত্তির পরামর্শ দেয় সর্বোচ্চ আদালত।
চাকরি প্রার্থীদের কাছে কোটি কোটি টাকা তোলার অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে অসহযোগিতার কারণে কুন্তল ঘোষকে গ্রেফতার করে ইডি। কুন্তলের ঘোষের ফ্ল্যাটে পৌঁছে তল্লাশি রায় ইডি। জানা যাচ্ছে, এই তল্লাশিতে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি। সম্পত্তির উৎস নিয়ে সদুত্তর দিতে পারেননি কুন্তল। শুধু তাই নয়, একাধিক প্রশ্নের উত্তরও কুন্তল এড়িয়ে যান বলে অভিযোগ। প্রথমে আটক করা হয় তাাঁকে এরপর তাাঁকে গ্রেফতার করে ইডি।
ED-র মামলায় জামিন পেলেও CBI-এর মামলায় এখনও জামিন পাননি কুন্তল। ফলে এখনই জেলমুক্তি হচ্ছে না বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের।
২০২৩ সালের ২১ জানুয়ারি, নিয়োগ-দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগে রাজারহাটের এক অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে ইডির হাতে গ্রেফতার হন কুন্তল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊