Latest News

6/recent/ticker-posts

Ad Code

২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার ঘোষনা এ আর রহমানের

২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার ঘোষনা এ আর রহমানের

A R Rahaman


২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন এ আর রহমান। ডিভোর্স ঘোষণা সুরকার এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর। দীর্ঘ ২৯টা বছর কাটিয়েছেন একসঙ্গে। তিন সন্তান রয়েছে দম্পতির। খতিজা, রহিমা এবং আমিন।

এক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে অস্কারজয়ী সুরকার AR রহমান সাক্ষাৎকারে জানিয়েছেন, জীবনের বহু কঠিন সময় পার করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সায়রা বানু জানিয়েছেন, বিয়ের এতগুলি বছর কাটানোর পর, এআর রহমানের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যথা আর যন্ত্রণা থেকেই সম্পর্কে ঘূণ ধরেছে।এসেছে মানসিক চাপ। তারপরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে তিনি এই কঠিন সময়ে সকলের কাছে, তাঁদের ব্যক্তিগত জীবনের প্রতি গোপনীয়তা বজার রাখার জন্য অনুরোধও জানিয়েছেন তিনি।

১৯৬৭ সালের ৬ জানুযারি জন্ম হয়েছিল তাঁর। AR রহমানের বাবা ছিলেন আরকে শেখর মালায়ালম ও তামিল ছবির সঙ্গীত পরিচালক। মাত্র ৯ বছর বয়সে বাবা হারিয়েছিলেন তিনি। এরপর গোটা পরিবারের দায়িত্ব আসে ছোট্ট AR রহমানের উপরেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code